Advertisement
১০ মে ২০২৪
FIFA World Cup 2022

দ্বিতীয় ম্যাচেও পরাজিত বিশ্বকাপ আয়োজক কাতার, সেনেগালের কাছে ১-৩ ব্যবধানে হার

কাতার-সেনেগাল ম্যাচে দৃষ্টিনন্দন খেলা দেখতে পেলেন না ফুটবলপ্রেমীরা। দু’দলই খেলল শক্তি প্রয়োগ করে। ম্যাচে শুরু থেকেই দাপট ছিল আফ্রিকার দেশটির। সেনেগালের পরের পর্বে যাওয়ার আশা থাকল।

কাতারের বিরুদ্ধে দ্বিতীয় গোলের পর উচ্ছ্বাস সেনেগালের ফুটবলারদের।

কাতারের বিরুদ্ধে দ্বিতীয় গোলের পর উচ্ছ্বাস সেনেগালের ফুটবলারদের। ছবি: ইমাগো।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২২ ২১:০২
Share: Save:

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও হেরে গেল কাতার। শুক্রবার সেনেগালের কাছে ৩-১ গোলে হারল আয়োজকরা। এই পরাজয়ের ফলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথ আরও কঠিন করে ফেলল তারা। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারানোর পাশাপাশি গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলের দিকে তাকিয়ে থাকতে হবে কাতারকে।

সেনেগালের বিরুদ্ধে সাধ্য মতো লড়াই করেও পয়েন্ট পেল না কাতার। ম্যাচে দাপট ছিল আফ্রিকার দেশটিরই। প্রায় শুরু থেকেই মাঝ মাঠের দখল নিয়ে নেন সেনেগালের ফুটবলাররা। বলের নিয়ন্ত্রণ ছিল তাঁদের পায়েই। দু’দলই কিছুটা শক্তি প্রয়োগ করে খেলল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছ’বার হলুদ কার্ড ব্যবহার করতে হল রেফারিকে।

ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের সহজ সুযোগ নষ্ট করেন সেনেগালের ইসমাইলা। প্রথম ১০ মিনিটের মধ্যে আরও দু’টি গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। কাতার প্রথম গোলের সুযোগ তৈরি করে ম্যাচের ১৫তম মিনিটে। আফিফের শট যদিও গোল পোস্টের মধ্যে ছিল না। ম্যাচের প্রথম গোল ৪১ মিনিটে। বৌলায় দিয়ার গোলে এগিয়ে যায় সেনেগাল। প্রথমার্ধে ব্যবধান আর বাড়াতে পারেনি অফ্রিকার দেশটি। সেনেগালের আক্রমণের সামনে অনেক সময়ই কাতারকে দেখা গেল আট-ন’জন ফুটবলারকে নীচে নামিয়ে আনতে। সেনেগালের অর্ধে এক বা দু’জন থাকছিলেন। সেনেগালের বিরুদ্ধে কাউন্টার আক্রমণ নির্ভর ফুটবল বেছে নিয়েছিল বিশ্বকাপের আয়োজকরা।

তুলনায় ভাল খেলেও দ্বিতীয় গোলের জন্য সেনেগালকে বেশি ক্ষণ অপেক্ষা করতে হল না। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ৪৮ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ফামারা দিয়েধু। ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরই সেনেগালের তিন পয়েন্ট পাওয়া একরকম নিশ্চিত হয়ে যায়। কাতারের ফুটবলাররা গোল শোধের চেষ্টা করলেও সাফল্য পাচ্ছিলেন না। সেনেগালের রক্ষণ ভাগের সামনে বার বার নির্বিষ হয়ে যাচ্ছিল আয়োজকদের আক্রমণ। কিছুটা খেলার গতির বিপরীতেই ৭৮ মিনিটে কাতারের পক্ষে ব্যবধান কমান মহম্মদ মুনতারি। আয়োজকদের কফিনে শেষ পেরেকটি মারেন দিয়েঙ্গ বাম্বা। ৮৪ মিনিটে সেনেগালের পক্ষে তৃতীয় গোল করেন তিনি।

কাতারকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে রাখল সেনেগাল। দু’ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেছিল সেনেগাল। গ্রুপের শেষ ম্যাচে ২৯ নভেম্বর তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। একই দিনে কাতার গ্রুপে তাদের শেষ ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

FIFA World Cup 2022 Qatar Senegal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE