Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Argentina

Argentina: ওয়েম্বলিতে তাণ্ডব মেসিদের, ফাইনালিসিমার প্রথমার্ধে ২-০ এগিয়ে আর্জেন্টিনা

প্রথম থেকেই দাপট দেখাচ্ছে আর্জেন্টিনা। একাধিক বার গোলের কাছাকাছি চলে গিয়েছিল তারা। অবশেষে ২৬ মিনিটে নীল-সাদা জার্সিকে এগিয়ে দিলেন মার্তিনেস

প্রথম গোলের মুহূর্ত।

প্রথম গোলের মুহূর্ত। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ জুন ২০২২ ০১:১০
Share: Save:

ওয়েম্বলি স্টেডিয়ামে বুধবার তাণ্ডব দেখাচ্ছেন লিয়োনেল মেসিরা। ফাইনালিসিমায় ইটালির বিরুদ্ধে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। একটি গোল করেছেন লাউতারো মার্তিনেস। অপর গোলটি তাঁরই পাস থেকে করেন অ্যাঙ্খেল দি মারিয়া। অঘটন না হলে দেশের হয়ে ফের একটি ট্রফি জিততে চলেছেন লিয়োনেল মেসি।

বুধবারের ম্যাচে প্রথম থেকেই দাপট দেখাচ্ছেন মেসিরা। আর্জেন্টিনা শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করেছে। পাঁচ মিনিটের মাথায় ইটালির বক্সের সামান্য় বাইরে মেসিকে ফাউল করেন জর্জিনহো। মেসির ফ্রিকিক ওয়ালে লাগে। ২১ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইটালি। জিয়াঙ্কোমো রাস্পাদোরির ফ্রিকিকে মাথা ছুঁইয়ে গোল করার চেষ্টা করেন আন্দ্রে বেলোত্তি। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের দক্ষতায় আর্জেন্টিনা সে যাত্রায় বেঁচে যায়।

সাত মিনিট পরেই এগিয়ে যায় আর্জেন্টিনা। জিয়োভান্নি লো সেলসোর থেকে বল পেয়েছিলেন মেসি। বাঁ দিক দিয়ে দৌড়তে দৌড়তেই পাস দেন মার্তিনেসকে। চলতি বলে পা ছুঁইয়ে গোল করেন মার্তিনেস। বিরতির সামান্য আগে আবার এগিয়ে যায় আর্জেন্টিনা। গোলকিপার এমিলিয়ানোর পাস এসে পড়ে মার্তিনেসের পায়ে। তিনি সামনে দাঁড়িয়ে থাকা দি মারিয়াকে পাস দেন। আর্জেন্টিনার অভিজ্ঞ উইঙ্গার গোল করতে ভুল করেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Argentina Italy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE