ক্লাব বিশ্বকাপে হারের স্বাদ পেল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথমার্ধে এগিয়ে থেকেও ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোর কাছে হারল ১-৩ ব্যবধানে। ২০ মিনিটের সাম্বা ফুটবলে তছনছ হয়ে গেল ইংলিশ ডিফেন্স। চেলসি হারলেও জয় পেল বায়ার্ন মিউনিখ, বেনফিকা।
ক্লাব বিশ্বকাপে চমক দেখাচ্ছে ব্রাজিলের ক্লাবগুলি। বোটাফোগোর কাছে বৃহস্পতিবার হেরে গিয়েছিল প্যারিস সঁ জরমঁ। শুক্রবার ফ্ল্যামেঙ্গোর বিরুদ্ধে ১৩ মিনিটে এগিয়ে গিয়েও জিততে পারল না চেলসি। ৩৩ বছর পর ইউরোপের কোনও ক্লাবের বিরুদ্ধে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিল দক্ষিণ আমেরিকার কোনও ক্লাব। শেষ বার ১৯৯২ সালে বার্সেলোনার বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেছিল সাও পাওলো। সেই কীর্তি ছোঁয়ার পাশাপাশি প্রতিযোগিতার শেষ ১৬য় জায়গা করে নিয়েছে ফ্ল্যামেঙ্গো।
ফ্ল্যামেঙ্গোর ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে ১৩ মিনিটে চেলসিকে এগিয়ে দেন পেদ্রো নেতো। আক্রমণ-প্রতি আক্রমণের লড়াইয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধে মাঠ ছাড়ে চেলসি। কিন্তু দ্বিতীয়ার্ধে ফ্ল্যামেঙ্গোর একের পর এক আক্রমণের মুখে ভুল করতে শুরু করে ইপিএলের ক্লাবটি। ৬২ মিনিটে ফ্ল্যামেঙ্গোকে সমতা ফেরান ব্রুনো হেনরিক। ৩ মিনিট পর ফ্ল্যামেঙ্গোকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ডানিলো। চেলসির আরও সমস্যায় পড়ে যায় ৬৮ মিনিটে নিকোলাস জেকসন লাল কার্ড দেখায়। এর পর আর ১০ জনের চেলসি ফ্ল্যামেঙ্গোকে ঠেকিয়ে রাখতে পারেনি। বরং ৮৩ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করে ফ্ল্যামেঙ্গোর জয় নিশ্চিত করেন ওয়ালাস ইয়ান।
ক্লাব বিশ্বকাপের অন্য ম্যাচে আর্জেন্টিনার বোকা জুনিয়র্সকে ২-১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন। অকল্যান্ড সিটিকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বেনফিকা। নিউ জ়িল্যান্ডের ক্লাবটির বিরুদ্ধে জোড়া গোল করেছেন অ্যাঙ্খেল ডি মারিয়া। পর্তুগালের ক্লাবটির হয়ে দু’টি গোল লেন্দ্রো বারেইরো।