Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Harry Kane

Harry Kane: হ্যারির দাপটে আর্সেনালকে বিধ্বস্ত করল কন্তের টটেনহ্যাম

একাই চারটি গোল করলেন অপ্রতিরোধ্য কেভিন দ্য ব্রুইন। বাকি দুই ম্যাচে চার পয়েন্ট পেলেই শেষ পাঁচ মরসুমে চতুর্থ বার ইপিএল চ্যাম্পিয়ন হবে ম্যান সিটি।

জয়ের পর হ্যারি কেন।

জয়ের পর হ্যারি কেন। ছবি রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০২২ ০৮:০৬
Share: Save:

ইপিএল

টটেনহ্যাম ৩ আর্সেনাল ০

উলভস ১ ম্যান সিটি ৫

যে জিতবে আগামী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাকা করার পথে আরও এগিয়ে যাবে। এমন একটা অবস্থায় খেলতে নেমে ইপিএলে বৃহস্পতিবার আন্তোনিয়ো কন্তের টটেনহ্যাম ৩-০ গোলে হারাল আর্সেনালকে। জোড়া গোল হ্যারি কেনের। এ ছাড়া অপর গোলটি করেন সন হিউং মিন। এই জয়ের ফলে ৩৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকল টটেনহ্যাম। সমসংখ্যক ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আর্সেনাল। ম্যাচে আবার ৩৩ মিনিটে আর্সেনালের রব হোল্ডিং লাল কার্ড দেখেন।

এ দিকে, ইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার রাতে উলভসকে ৫-১ গোলে হারিয়ে লিভারপুলের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে গেল পেপ গুয়ার্দিওলার দল। একাই চারটি গোল করলেন অপ্রতিরোধ্য কেভিন দ্য ব্রুইন। বাকি দুই ম্যাচে চার পয়েন্ট পেলেই শেষ পাঁচ মরসুমে চতুর্থ বার ইপিএল চ্যাম্পিয়ন হবে ম্যান সিটি।

বুধবার সাত মিনিটেই ম্যান সিটিকে ১-০ এগিয়ে দেন দ্য ব্রুইন। যদিও তিন মিনিটের মধ্যেই পেদ্রো নেতো ১-১ করে দিয়েছিলেন। ১৬ মিনিটে ২-১ করেন বেলজিয়ান তারকা। তৃতীয় গোল আট মিনিট পরেই। সেই সঙ্গে ইপিএলের ইতিহাসে তৃতীয় দ্রুততম হ্যাটট্রিকের নজিরও গড়লেন। ধ্যান করার ভঙ্গীতে উৎসবে মেতে ওঠেন তিনি! যেটা সচরাচর করে থাকেন আর্লিং হালান্ড। নতুন সতীর্থকে কি এ ভাবেই স্বাগত জানালেন দ্য ব্রুইন? তিনি বলেছেন, ‘‘তৃতীয় গোল করার আনন্দে এই ভাবে উল্লাস করেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Harry Kane tottenham hotspur Arsenal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE