কৃষ্ণনগরে স্থানীয় একটি প্রতিযোগিতায় খেলতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন দেবজ্যোতি ঘোষ। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। কিন্তু তাঁর মৃত্যুর পিছনে কিছুটা হলেও গাফিলতি রয়েছে আয়োজকদেরও। সময়ে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়াও দেবজ্যোতির মৃত্যুর কারণ বলে জানা গিয়েছে।
এ বার এ ধরনের প্রতিযোগিতার বিরুদ্ধে কড়া অবস্থান নিতে চলেছে আইএফএ। জানা গিয়েছে, রাজ্য জুড়েই এ রকম অনথিভুক্ত প্রতিযোগিতা সারা বছর ধরেই চলে। সব প্রতিযোগিতার উপর আলাদা নজর রাখা সম্ভব হয় না। আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় আনন্দবাজার অনলাইনকে বললেন, “যে সব অনথিভুক্ত প্রতিযোগিতা হয় সেগুলো আটকানোর ক্ষমতা আমাদের নেই। অনেক ফুটবলার, রেফারিদের সংসার চলে এ ধরনের প্রতিযোগিতা থেকে। আমার শুধু অনুরোধ, কেউ যদি আইএফএ-র কাছে এসে সাহায্য চায়, তা হলে আমরা প্রাথমিক চিকিৎসার সুযোগ সুবিধা দিতে তৈরি। এটা বুঝতে হবে যে ফুটবল খেলাটা শুধুই বিনোদন নয়। এখানে খেলোয়াড় এবং রেফারিদের নিরাপত্তা জড়িয়ে রয়েছে।”