হ্যামস্ট্রিংয়ে চোট সারিয়ে লিগস কাপের সেমিফাইনালে ফিরলেন লিয়োনেল মেসি। প্রত্যাবর্তনেই বুঝিয়ে দিলেন, তিনি মাঠে থাকলে কী প্রভাব পড়তে পারে? ফল- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনীয় মহাতারকার জোড়া গোলে অরল্যান্ডো সিটিকে ৩-১ হারিয়ে লিগস কাপের ফাইনালে পৌঁছল ইন্টার মায়ামি।
প্রতিযোগিতার নক-আউট পর্বে মেসিকে ছাড়াই খেলতে হয়েছিল ইন্টার মায়ামিকে। মেজর লিগ সকারে মায়ামিকে দু’বার হারানো অরল্যান্ডো সিটি বুধবার রাতে ম্যাচের শুরুটা আত্মবিশ্বাসের সঙ্গে করার পাশাপাশি বিরতির ঠিক আগে ১-০ গোলে এগিয়েও গিয়েছিল।
বিরতির পরে মায়ামি পাল্টা আক্রমণ শুরু করলেও সহজে সুযোগ আসছিল না। শেষ পর্যন্ত ৭৪ মিনিটে ডেভিড ব্রেকালো লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখায় ১০ জনে হয়ে যায় অরল্যান্ডো সিটি। মেসি সেই সুযোগে পেনাল্টি থেকে ৭৭ মিনিটে সমতায় ফেরান দলকে। ৮৮ মিনিটে জর্দি আলবার সঙ্গে যুগলবন্দিতে দুরন্ত ভাবে বল জালে জড়িয়ে মায়ামিকে ২-১ এগিয়ে দেন মেসি।
এখানেই থামেননি ৩৭ বছর বয়সি আর্জেন্টিনীয় কিংবদন্তি। সংযুক্ত সময়ে টেলাসকো সেজোভিয়াকে দলের তৃতীয় গোল করতে মেসি সাহায্য করেন পাস বাড়িয়ে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)