আইএসএল সেমিফাইনালের প্রথম লেগে হায়দরাবাদ এফসি-র কাছে ১-৩ গোলে হেরেছে এটিকে মোহনবাগান। ফাইনালের ছাড়পত্র পেতে হলে বুধবার দ্বিতীয় লেগের ম্যাচে তিন গোলের ব্যবধানে জিততে হবে সবুজ-মেরুন ব্রিগেডকে। কাজটা কঠিন হলেও অসম্ভব নয় বলেই মনে করেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।
স্প্যানিশ কোচ মনে করেন ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। তাঁর মতে, নিজেদের উপর আস্থা রেখে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ফাইনালের দরজা খোলা অসম্ভব নয়। ম্যাচের আগের দিন ফেরান্দো জানিয়ে দিয়েছেন, নিজেদের পরিকল্পনার উপর জোর দিতে চান। হায়দরাবাদ কেমন খেলবে, সেদিকে নজর রেখে বদলাতে পারেন পরিকল্পনা। ফেরান্দো মানছেন পরিস্থিতি সহজ নয়। মোহনবাগান কোচের বক্তব্য, ভাল পরিকল্পনার সঙ্গে দরকার সঠিক মানসিকতা। তিনি পেশাদার পারফরম্যান্স চান ফুটবলারদের থেকে।
রয় কৃষ্ণাকে কেন উইং থেকে ব্যবহার করছেন প্রতিযোগিতার শেষে দিকে? তিনি বলেছেন, ‘‘রয় যখন শেষবার উইঙ্গার হিসেবে খেলেছিল, তখন সাফল্য পেয়েছে। চেন্নাইনের বিরুদ্ধে গোলও করেছিল। হায়দরাবাদের বিরুদ্ধেও গোল পেয়েছিল। জায়গা তৈরি করা ও কাজে লাগানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কাউকে নিয়েই কোনও সমস্যা নেই। প্রথম লেগে ডিফেন্সের গাফিলতি নিয়ে ফেরান্দো বলেছেন, ‘‘টানা খেলতে খেলতে অনেক সময় বোঝাপড়ার সমস্যা হয়। অজুহাত দেব না। ওদের মুখ দেখেই বুঝেছিলাম, সকলেই খুব ক্লান্ত ছিল। মাঝে মাঝে ছোট খাট ভুল হয়। ফোকাস ঠিক থাকে না। শেষ ম্যাচে তেমনই হয়ে ছিল।’’