Advertisement
১১ মে ২০২৪
East Bengal FC

আবার হার ইস্টবেঙ্গলের, ওড়িশার মাঠে ১-৩ ব্যবধানে পরাজিত লাল-হলুদ বাহিনী

শনিবার আইএসএলে ওড়িশা এফসি-র কাছে ১-৩ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। প্রতিযোগিতায় তাদের অষ্টম হার। ১২ ম্যাচের পর ইস্টবেঙ্গলের সংগ্রহে ১২ পয়েন্ট। নেমে গেল নবম স্থানে।

গোল করেও দলকে জেতাতে পারলেন না ক্লেটন।

গোল করেও দলকে জেতাতে পারলেন না ক্লেটন। ছবি: টুইটার

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ২১:৫২
Share: Save:

ওড়িশা এফসি ৩ (দিয়েগো ২, নন্দকুমার)

ইস্টবেঙ্গল ১ (ক্লেটন)

ঘরের মাঠে হারতে হয়েছিল। বিপক্ষের মাঠে গিয়েও প্রতিশোধ নেওয়া গেল না। শনিবার আইএসএলে ওড়িশা এফসি-র কাছে ১-৩ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। প্রতিযোগিতায় তাদের অষ্টম হার। ১২ ম্যাচের পর ইস্টবেঙ্গলের সংগ্রহে ১২ পয়েন্ট। নেমে গেল নবম স্থানে। ওড়িশা ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। এগিয়ে গিয়েও হেরে যাওয়ার যে রোগ এ বার ইস্টবেঙ্গলের রয়েছে, তা থেকে বেরোনো গেল না এই ম্যাচেও।

ম্যাচের শুরুটা দেখে বোঝা যায়নি ফলাফল এ রকম হবে। ১০ মিনিটেই লাল-হলুদকে এগিয়ে দিয়েছিলেন ক্লেটন সিলভা। মাঝমাঠে আলেক্স লিমা বল পেয়ে ক্রস করেছিলেন সিলভাকে। বক্সের মধ্যে ঢুকে বিপক্ষ গোলকিপার অমরিন্দার সিংহের মাথার উপর দিয়ে বল জালে জড়ান সিলভা। দু’মিনিট পরেই সমতা ফেরানোর সুযোগ হারান ওড়িশার জেরি। তবে সমতা ফেরাতে বেশি ক্ষণ লাগেনি তাদের। ২২ মিনিটেই গোল শোধ করে দেয় ওড়িশা। রেনিয়ার ফের্নান্দেসের নেওয়া কর্নার সোজা গিয়ে পড়ে দিয়েগো মৌরিসিয়োর পায়ে। জোরালো শটে গোল করেন তিনি।

সমতা ফিরিয়েই আক্রমণাত্মক খেলতে থাকে ওড়িশা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই এগিয়ে যায় তারা। দিয়েগো বাঁ দিকে বল বাড়িয়েছিলেন নন্দকুমারকে। ইস্টবেঙ্গলের অঙ্কিত মুখোপাধ্যায় তাঁকে আটকানোর চেষ্টাই করেননি। মার্কারকে এড়িয়ে বক্সে ক্রস করেছিলেন নন্দকুমার। তবে ইস্টবেঙ্গলের গোলকিপারের মাথার উপর দিয়ে তা গোল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে শুরু হওয়ার আট মিনিটের মধ্যে গোল করে ওড়িশা। এ বারও গোলদাতা দিয়েগো। মাঝমাঠ থেকে বল পান ইয়েন্দ্রেমবাম। ডান দিকে পাস দেন রেনিয়ারকে। বল নিয়ে বেশ কিছুটা দৌড়ে রেনিয়ার পাস দেন দিয়েগোকে। বক্সে ঢুকে জোরালো শটে গোল করেন দিয়েগো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

East Bengal FC ISL 2022-23 Odisha FC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE