মহমেডান স্পোর্টিং ক্লাবকে একতরফা হারানোর পরেও মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে ফ্রান্সিসকো মলিনার কপালের ভাঁজ চওড়া করেছিল রক্ষণে কার্ড সমস্যায় টম আলড্রেড এবং মাঝমাঠে আপুইয়ার না থাকা। পাশাপাশি আলবার্তো রদ্রিগেস চোট সারিয়ে খেলতে পারবেন কি না, তা নিয়েও দুশ্চিন্তার কালো মেঘ ছিল। সোমবার মলিনাকে স্বস্তি দিয়ে পুরোদমে অনুশীলন করেছেন আলবার্তো। শোনা যাচ্ছে, তাঁকে রেখেই সম্ভবত বুধবার পঞ্জাব এফসি-র বিরুদ্ধে প্রথম একাদশ গড়ছে মোহনবাগান।
পঞ্জাব এফসি ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে রয়েছে নয় নম্বরে। শেষ ম্যাচে লুকা মায়েসেনর করা শেষ মুহূর্তের গোলে বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে দেয় পঞ্জাব। ফলে প্রতিপক্ষকে একেবারেই হাল্কা ভাবে নিতে নারাজ মোহনবাগান কোচ।
সোমবার রুদ্ধদ্ধার অনুশীলনে প্রথমে শারীরিক কসরতের পরে আক্রমণ এবং রক্ষণ সংগঠনে বিশেষ জোর দিয়েছে মোহনবাগান ফুটবলাররা।
মহমেডানের বিরুদ্ধে আলবার্তো না থাকায় সেন্টার ব্যাক হিসেবে নিজেকে দারুণ ভাবে মেলে ধরেছিলেন দীপেন্দু বিশ্বাস। পঞ্জাবের বিরুদ্ধে টমের পাশে তাই খেলার সম্ভাবনা বেশি দীপেন্দুর। বাকি দু’জন যথাক্রমে আশিস রাই এবং শুভাশিস বসু। বিকল্পও তৈরি রাখছেন মলিনা। আলবার্তো শুরু থেকে না খেলতে পারলে সে ক্ষেত্রে দীপেন্দু ও শুভাশিস সেন্টার ব্যাক হিসেবে খেলবেন। দুই সাইড ব্যাক হবেন আশিস রাই ও আশিক কুরুনিয়ন।
মাঝমাঠ নিয়ে অবশ্য ততটা চিন্তিত নন মলিনা। আপুইয়া না থাকায় সাহাল আব্দুল সামাদের সঙ্গে মলিনা এ দিন দেখে নেন দীপক টাংরি এবং অভিষেক সূর্যবংশীকে।
সোমবার আইএসএলে ওড়িশা এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র মধ্যে ২-২ ড্র হয়েছে। ১৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ওড়িশা রয়েছে সাত নম্বরে। তাঁরা বাকি ছ’টি ম্যাচ জিতলে সর্বোচ্চ পৌঁছতে পারে ৪৩ পয়েন্টে। মোহনবাগানের এখনই পয়েন্ট ৪৩। তাই বুধবার পঞ্জাব এফসি-র বিরুদ্ধে ড্র করলেই মোহনবাগান ৪৪ পয়েন্টে পৌঁছে যাবে এবং প্রথম দল হিসেবে চলতি মরসুমে প্লে-অফে যোগ্যতা অর্জন করবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)