বাইক দুর্ঘটনায় গুরুতর আহত আইএসএলে খেলা ফুটবলার ফ্রেডি লাল্লামওয়ামা। হাসপাতালে ভর্তি তিনি। কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেন ফ্রেডি। তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েছে কেরালা ব্লাস্টার্স। ফ্রেডিকে যত দ্রুত সম্ভব মাঠে ফিরিয়ে আনার চেষ্টা করছে তারা।
আইএসএলের ক্লাব জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন ফ্রেডি। শরীরের বেশ কয়েকটি জায়গায় আঘাত লেগেছে তাঁর। দুর্ঘটনার পরে খুব তাড়াতাড়ি ফ্রেডিকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা তাড়াতাড়ি শুরু হওয়ায় ফ্রেডির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছে কেরালা ব্লাস্টার্স।
আরও পড়ুন:
ক্লাব জানিয়েছে, ফ্রেডির শারীরিক অবস্থার বিষয়ে সব সময় খবর রাখছেন ক্লাবের চিকিৎসকেরা। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেরালা ব্লাস্টার্স। ফুটবলারের এই শারীরিক অবস্থায় তাঁর পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছে ক্লাব। এই সময় যাতে ফ্রেডির পরিবারকে বিরক্ত না করা হয় সেই অনুরোধ করেছে কেরালা ব্লাস্টার্স।