আপনি নিজস্বী তুলছেন। কিন্তু পিছনে আপনার বন্ধু নগ্ন অবস্থায় ঘুরছেন! কী ভয়ানক কাণ্ড হবে বলুন তো। তেমনটাই ঘটল লিয়নার্ডো বনুচ্চির সঙ্গে। আলভারো মোরাতার নিজস্বীতে দেখা গেল বনুচ্চিকে। সেই সময় এক টুকরো কাপড়ও ছিল না ইটালির ফুটবলারের শরীরে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এক সময় জুভেন্টাসে খেলতেন। সেই দলেরই ফুটবলার বনুচ্চি এবং মোরাতা। দ্বিতীয় জন শুধু সেই ছবি তোলেননি, ইনস্টাগ্রামে পোস্টও করেছেন। তাঁর ফলোয়ারের সংখ্যা এক কোটি ৬৫ লক্ষের বেশি।