Advertisement
০৪ মে ২০২৪
Kylian Mbappe

ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল এমবাপের

মোনাকো থেকে পিএসজিতে এমবাপে যোগ দিয়েছিলেন ২০১৭ সালে। তিনি আসার পরে ক্লাব চার বার ফরাসি লিগ জিতেছে। এমবাপে নিজে ঘরোয়া লিগে পাঁচ বার মরসুমের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।  

An image of Kylian Mbappe

স্বীকৃতি: সর্বোচ্চ গোলদাতার ট্রফি হাতে এমবাপে। ছবি:  রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৩ ০৭:২৮
Share: Save:

লিয়োনেল মেসি এবং কিলিয়ান এমবাপে জুটির হাত ধরে নতুন ভাব স্বপ্ন দেখতে শুরু করেছে প্যারিস সঁ জরমঁ। শনিবার ফরাসি লিগ ওয়ানে ঘরের মাঠে পিএসজি ৪-২ গোলে হারিয়েছে নঁতে-কে। সেখানেই শেষ নয়। সবচেয়ে কম বয়সে (২৪ বছর) ক্লাবের হয়ে ২০১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করলেন ফরাসি স্ট্রাইকার।

তবে থেমে থাকলেন না লিয়োনেল মেসি। শনিবারের ম্যাচে গোল করার সঙ্গে আর্জেন্টিনীয় তারকাও নতুন এক মইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন। এর আগের ম্যাচে গোল করে মেসি ক্লাব ফুটবলে ৭০০ গোল পূর্ণ করেছিলেন। এ বার ক্লাব এবং দেশ মিলিয়ে ৮০০ আন্তর্জাতিক গোল মুখে দাঁড়িয়ে রয়েছেন তিনি। বার্সেলোনা, পিএসজি এবং আর্জেন্টিনার হয়ে মোট ৭৯৯টি গোল হয়ে গেল লিয়োর। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে একটি গোল পেলেই তিনি অভিনব কীর্তি গড়বেন।

মোনাকো থেকে পিএসজিতে এমবাপে যোগ দিয়েছিলেন ২০১৭ সালে। তিনি আসার পরে ক্লাব চার বার ফরাসি লিগ জিতেছে। এমবাপে নিজে ঘরোয়া লিগে পাঁচ বার মরসুমের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।

এত দিন পিএসজির হয়ে এমবাপের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা ছিলেন উরুগুয়ের এডিনসন কাভানি। এমবাপে তাঁকে ছাপিয়ে একক ভাবে শীর্ষে চলে এলেন। ম্যাচের পরে তিনি বলেছেন, ‘‘নিঃসন্দেহে এই সম্মান আমার কাছে অত্যন্ত গৌরবের। এই ক্লাবের সঙ্গে আমার গভীর যোগ রয়েছে। ক্লাবকে আরও সাফল্য দিতে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kylian Mbappe PSG Goal Scorer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE