E-Paper

রিয়ালে প্রথম হ্যাটট্রিক, উচ্ছ্বসিত এমবাপে

লাল কার্ড দেখায় ভায়াদলিদের বিরুদ্ধে ভিনিসিয়াস জুনিয়র না থাকায় চিন্তিত ছিলেন রিয়াল সমর্থকরা। কিন্তু ব্রাজিলীয় তারকার অভাব বুঝতেই দেননি এমবাপে। ৩০ মিনিটে জুড বেলিংহামের পাস থেকে ১-০ করেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ০৬:৪৮
অপ্রতিরোধ্য: দ্বিতীয় গোলের পরে উল্লাস এমবাপের।

অপ্রতিরোধ্য: দ্বিতীয় গোলের পরে উল্লাস এমবাপের। ছবি: রয়টার্স।

স্বমহিমায় কিলিয়ান এমবাপে। ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম হ্যাটট্রিক করলেন ফরাসি তারকা। শনিবার রাতে লা লিগায় ভায়াদলিদ-কে ৩-০ হারাল কার্লো আনচেলত্তির দল।

লাল কার্ড দেখায় ভায়াদলিদের বিরুদ্ধে ভিনিসিয়াস জুনিয়র না থাকায় চিন্তিত ছিলেন রিয়াল সমর্থকরা। কিন্তু ব্রাজিলীয় তারকার অভাব বুঝতেই দেননি এমবাপে। ৩০ মিনিটে জুড বেলিংহামের পাস থেকে ১-০ করেন তিনি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ১২ মিনিটের মধ্যে ফের জ্বলে ওঠেন এমবাপে। প্রতি-আক্রমণে ভায়াদলিদের পেনাল্টি বক্সে ঢুকে নিজে গোল না করে রদ্রিগো বল দেন ফরাসি তারকাকে। রিয়ালকে ২-০ এগিয়ে দিতে ভুল করেননি এমবাপে। সংযুক্ত সময়ে (৯০+১ মিনিট) রিয়ালের জার্সিতে প্রথম হ্যাটট্রিক সেরে ফেললেন তিনি। পেনাল্টি বক্সের মধ্যে বেলিংহামকে ফাউল করে লাল কার্ড (দ্বিতীয় হলুদ) দেখে মাঠ ছাড়েন রিয়াল থেকে ভায়াদলিদে লোনে যোগ দেওয়া মারিয়ো মার্তিন। ভিডিয়ো প্রযুক্তি ব্যবহার করে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ঠান্ডা মাথায় ৩-০ করে চলতি মরসুমে নিজের ১৫তম গোলও পেলেন এমবাপে।

রিয়ালের জার্সিতে লা লিগায় ১৯তম ম্যাচে হ্যাটট্রিকের পরে উচ্ছ্বসিত এমবাপে বলেছেন, ‘‘হ্যাটট্রিক করে খুবই খুশি। তবে আরও বেশি আনন্দ হচ্ছে দল জেতায়।’’ আতলেতিকো দে মাদ্রিদ বনাম ভিয়ারিয়াল ম্যাচ ১-১ ড্র হওয়ায় যে তিনি খুশি, গোপন করেননি ফরাসি তারকা। বলেছেন, ‘‘আতলেতিকো ম্যাচের ফল দেখার পরে ভায়াদলিদের বিরুদ্ধে জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ, ওদের সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে রাখতে চেয়েছিলাম।’’ উচ্ছ্বসিত আনচেলত্তি বলেছেন, ‘‘এমবাপে ছন্দ ফিরে পেয়েছে। ওর অনেক কিছু দেওয়ার আছে।’’

ভায়াদলিদ-কে ৩-০ হারিয়ে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবলের শীর্ষ স্থান দখলে রাখল রিয়াল। সমসংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকোর সংগ্রহে ৪৫ পয়েন্ট।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Kylian Mbappe laliga Hattrick Real Madrid

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy