লা লিগায় রায়ো ভায়েকানোর বিরুদ্ধে আটকে গেল রিয়াল মাদ্রিদ। রবিবার ম্যাচ গোলশূন্য ড্র হয়। তাতেও শীর্ষে থাকল রিয়াল (১২ ম্যাচে ৩১ পয়েন্ট)।
রিয়ালের বিরুদ্ধে প্রথম থেকেই রক্ষণ জমাট করে নেমেছিল রায়ো ভায়েকানো। রিয়াল সুযোগ তৈরি করলেও গোল পায়নি। বলের দখল থেকে মোট পাস— কিলিয়ান এমবাপেরা এগিয়ে থাকলেও গোল পাননি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কয়েক দিন আগেই লিভারপুলের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন ভিনিশিয়াস জুনিয়ররা। এ বার লা লিগাতে পয়েন্ট নষ্ট। ভায়েকানোর সঙ্গে ড্রয়ের পরে রিয়ালের ম্যানেজার জাবি আলোন্সো বলেছেন, “আমি সবসময় উন্নতি করতে পছন্দ করি। দলের সকলে জানে কী ভুল হয়েছে? আশা করি পরের ম্যাচে এই ভুল হবে না।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)