ক্ষোভ: পিএসজিতে থাকাকালীন যন্ত্রণা ফাঁস মেসির। —ফাইল চিত্র।
প্যারিস সঁ জরমঁকে ফের বিঁধলেন লিয়োনেল মেসি। বলে দিলেন, বিশ্বকাপজয়ী তিনি-ই একমাত্র ফুটবলার যিনি ক্লাব থেকে কোনও সম্মানই পাননি! তিনি আরও জানান, যে ভাবনা নিয়ে প্যারিসের ক্লাবে সই করেছিলেন, সে ভাবে তিনি এগোতেই পারেননি কোনও সময়।
আমেরিকার একটি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘‘কিলিয়ান এমবাপের সঙ্গে ক্লাবে খেলেছি, তখনও পরিস্থিতি ঠিক ছিল। প্রত্যেকেই সেটা পছন্দ করতেন। কিন্তু বিশ্বকাপ জয়ের পরেই মনোভাব পাল্টে গিয়েছিল। এমবাপে-সহ ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পরে এমন একটা পরিস্থিতি তৈরি হল যেন আমরা খুব বড় একটা ভুল করেছি।’’ তার পরেই তিনি যোগ করেন, ‘‘আমিই আর্জেন্টিনার ২৫ সদস্যের মধ্যে একমাত্র ফুটবলার যে বিশ্বকাপ জয়ের পরে তার ক্লাবের পক্ষ থেকে কোনও ধরনের সম্মান পায়নি।’’
সেখানেই না থেমে মেসি আরও বলেন, ‘‘আমি একটা ভাবনা নিয়ে সই করেছিলাম পিএসজি-তে। কিন্তু সত্যি বলতে, ওখানে খেলার সময় কোনও ভাবেই সেই ভাবনা বাস্তবায়িত হয়নি। আমি বরাবর এটা মনে করি প্রত্যেকটি ঘটনার পিছনে একটা কারণ থাকে। হয়তো আমরা বিশ্বকাপ জয়ের জন্যই সেই ভাবনাগুলো কাজে লাগেনি। এটা নিয়ে আমার কিছু করণীয় ছিল না।’’ সঙ্গে যোগ করেন, ‘‘আমার অবসর নিয়েও অনেক ধরেনর কথাবার্তা শোনা গিয়েছে। কিন্তু আমি তা নিয়ে আদৌ ভাবিনি। বরং ফুটবল উপভোগ করতে চাই বলে ইউরোপ ছেড়ে মেজর লিগ সকারে খেলতে এসেছি।’’
আর্জেন্টিনীয় তারকার বাঁ পায়ে এখনও উজ্জ্বল বার্সেলোনার ট্যাটু। মেসি বলেছেন, ‘‘আজ আমি যে উচ্চতায় পৌঁছেছি, তার কৃতিত্ব বার্সেলোনার। ক্লাবের প্রতি ভালবাসা আগের মতোই গভীর রয়েছে।’’
চুক্তি বাড়ল জ়াভির: বার্সেলোনা ক্লাবের সঙ্গে এক বছরের চুক্তি বাড়ল ম্যানেজার জ়াভির। ২০২৪ সালের জুন মাস পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল তাঁর। ২০২৫ সাল অবধি তা বাড়ানো হয়েছে। গত মরসুমে জ়াভির অধীনেই সুপার কাপ এবং লা লিগা জিতেছিল বার্সেলোনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy