পর পর দু’ম্যাচে জোড়া গোল লিয়োনেল মেসির। কলম্বাস ক্রুর বিরুদ্ধে সতীর্থদের দিয়েও দু’টি গোল করালেন তিনি। মেজর লিগ সকারের ম্যাচে ইন্টার মায়ামি জিতল ৫-১ ব্যবধানে। এ দিন একটি নজিরও গড়লেন এমএল টেন।
মায়ামির হয়ে ২৯টি গোল করেছিলেন জাতীয় দলে মেসির প্রাক্তন সতীর্থ গঞ্জালো হিগুয়েন। আগের ম্যাচেই তাঁকে স্পর্শ করেছিলেন মেসি। রবিবার জোড়া গোল করায় মায়ামির জার্সিতে মেসির ৩১টি গোল হয়ে গেল মেজর লিগ সকারে। এই প্রতিযোগিতায় মায়ামির হয়ে সবচেয়ে বেশি গোল করার নজির গড়লেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক।
ঘরের মাঠে শুরুটা খারাপ করেননি কলম্বাসের ফুটবলারেরা। আগ্রাসী ফুটবল খেলে মেসিদের চাপে রাখার চেষ্টা করছিলেন তাঁরা। আক্রমণ-প্রতি আক্রমণের লড়াই ফিনিশিংয়ে বাজিমাত করেছেন মেসিরা। এই জায়গাতেই পিছিয়ে পড়েছে কলম্বাস।
ম্যাচের ১৩ মিনিটে মেসির পাস থেকে মায়ামির হয়ে প্রথম গোল করেন আলেন্দে। ঠিক ২ মিনিট পরই কলম্বাস গোলরক্ষক নিকোলাস হেগেনের ভুল কাজে লাগিয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। সতীর্থকে বল দিতে গিয়ে ভুল করে মেসির পায়ে দিয়ে দেন হেগেন। মেসি অবশ্য ভুল করেননি। ২৪ মিনিটের মাথায় আবার গোল করে দলের জয় এক রকম নিশ্চিত করে দেন মেসি। মাঝমাঠ থেকে দেওয়া সের্জিয়ো বুসকেতসের পাস ধরে কলম্বাস গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন মেসি। ০-৩ গোলে পিছিয়ে পড়ার পর খেলা থেকে আস্তে আস্তে হারিয়ে যায় কলম্বাস।
দ্বিতীয়ার্ধে আবার কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন কলম্বাসের ফুটবলারেরা। ফলও পান তাঁরা। ৫৮ মিনিটে কলম্বাসের পক্ষে গোল করেন সিজার রুভালকাবা। তবে ৬৪ মিনিটে লুইস সুয়ারেজ় গোল করে মায়ামিকে ৪-১ ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচের শেষ দিকে মেসির কাছ থেকে বল পেয়ে ৫-১ করেন পিকাল্ট।
আরও পড়ুন:
এ দিনের জয়ের ফলে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। ১৮ ম্যাচে মেসিদের পয়েন্ট ২৯। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার থেকে ৫ পয়েন্ট পিছিয়ে রয়েছে মায়ামি। যদিও ফিলাডেলফিয়ার ১৯টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে।