Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Lionel Messi on Copa America

কোপা আমেরিকা নিয়ে লিয়োনেল মেসির নতুন পরিকল্পনা

২০২৪ সালটা মেসির কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশ্বকাপ জয়ের পরে আর্জেন্টিনা দলকে নিয়ে দেশের মানুষের প্রত্যাশার মাত্রা আকাশ ছুঁয়েছে। তাঁর এ বার লক্ষ্য থাকবে কোপা খেতাব জয়।

ইন্টার মায়ামির জার্সিতে লিয়োনেল মেসি।

ইন্টার মায়ামির জার্সিতে লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩ ০৭:৩৯
Share: Save:

পরিবার নিয়ে তিনি বড়দিনের ছুটি কাটাচ্ছেন রোসারিয়োতে। কিন্তু তার মধ্যেই আগামী বছরের কোপা আমেরিকা নিয়েও চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন লিয়োনেল মেসি। জানিয়ে দিয়েছেন, নতুন ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে আর্জেন্টিনাকেও আরও একটি সাফল্যের সঙ্গী করতে চান।

আর্জেন্টিনার এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘‘২০২৪ সালটা আমার কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশ্বকাপ জয়ের পরে আর্জেন্টিনা দলকে নিয়ে দেশের মানুষের প্রত্যাশার মাত্রা আকাশ ছুঁয়েছে। আমাদের এ বার লক্ষ্য থাকবে কোপা খেতাব জয়।’’ যোগ করেছেন, ‘‘অধিকাংশ ফুটবলার এই মুহূর্তে ইউরোপের বিভিন্ন ক্লাবে টানা খেলে চলেছে। কিন্তু তার মধ্যেই নিজেদের দেশের হয়ে লড়াই করার জন্যও তৈরি থাকতে হবে। এই বিষয় নিয়ে কোচ লিয়োনেল স্কালোনির সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। আমাদের আত্মতুষ্ট হওয়ার কোনও সুযোগ নেই।’’

আগামী বছর কোপা হবে আমেরিকায়, যেখানে এই মুহূর্তে মেসি খেলছেন। সেই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘আমেরিকায় ফুটবল ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। ইন্টার মায়ামিতে খেলার সুবাদে সেটা আমি প্রতিনিয়ত অনুভব করি। তা ছাড়াও বিশ্বকাপ জেতার ফলে আর্জেন্টিনা দলের দিকে সকলের নজর একটু বেশি থাকবে। আমি চাই, একশো শতাংশ সুস্থ হয়ে ফুটবলাররা সেখানে খেলতে নামুক। তা হলেই লক্ষ্য স্পর্শ করা সম্ভব।’’

ইন্টার মায়ামিকে নিয়ে মেসির প্রতিক্রিয়া, ‘‘খুব কম সময়ের মধ্যে এই ক্লাবটাকে আমি ভালবেসে ফেলেছি। দলের ফুটবলাররা খুব দায়বদ্ধ এবং ভাল কিছু করার জন্য মরিয়া। নতুন বছরে মায়ামির সমর্থকদের ট্রফি উপহার দিতে আমরা তৈরি থাকব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Argentina Inter Miami
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE