ইপিএল
বার্নলি ০ চেলসি ২
লিভারপুল ০ নটিংহ্যাম ৩
নিউক্যাসল ২ ম্যান সিটি ১
আন্তর্জাতিক বিরতির দু’সপ্তাহ পরে শনিবার থেকে শুরু হল ইপিএল। প্রথম ম্যাচেই বার্নলির বিরুদ্ধে ২-০ ফলে সহজ জয় পেল চেলসি। গোল করেছেন পেদ্রো নেতো ও এনজ়ো ফার্নান্দেজ়। তবে অঘটন ঘটল পরের ম্যাচেই। নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে ০-৩ গোলে হারতে হল লিভারপুলকে। ম্যাঞ্চেস্টার সিটিও হারল নিউক্যাসলের কাছে।
চোটের জন্য এই ম্যাচে ছিলেন না কোল পামার। তবে শুরু থেকে ছন্দে পাওয়া যায়নি চেলসিকে। ম্যাচ যত গড়াতে থাকে, তত নিজেদের মেলে ধরতে শুরু করে চেলসি। ৩৭ মিনিটে চেলসিকে এগিয়ে দেন পেদ্রো। ৮৮ মিনিটে চেলসির জয় নিশ্চিত করেন এনজ়ো। টানা তৃতীয় জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল চেলসি। ২৩ পয়েন্ট নিয়ে তারা রয়েছে আর্সেনালের (২৬ পয়েন্ট) পরে, যদিও চেলসি এক ম্যাচ বেশি খেলেছে। আর্সেনাল আজ রবিবার মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পারের।
চেলসির ম্যানেজার এনজ়ো মারেস্কা বলেছেন, “আন্তর্জাতিক বিরতির পরে প্রথম ম্যাচেই ছন্দ পাওয়া কঠিন। বার্নলিও যথেষ্ট লড়াই করেছে। দলের খেলায় আমি খুশি।” তাঁর সংযোজন, “সবচেয়ে বড় কথা, আমরা কোনও গোল হজম করিনি। ওরা কেবল মাত্র গোল করার একটি সুযোগই পেয়েছিল।”
ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে আন্তর্জাতিক বিরতির আগে ০-৩ হারতে হয়েছিল লিভারপুলকে। বিরতির পরেও সেই ধারা বদলাল না। বল দখল থেকে মোট পাস- সবেতেই এগিয়ে ছিল নটিংহ্যাম। তিন গোলদাতা মুরিলো (৩৩ মিনিট), নিকোলো সাভোনা (৪৬ মিনিট) ও মর্গ্যান গিবস হোয়াইট (৭৮ মিনিট)। পয়েন্টে টেবলে ১৮ পয়েন্ট নিয়ে এগারো নম্বরে লিভারপুল।
ম্যান সিটি হারল নিউক্যাসলের হার্ভে বার্নসের জোড়া গোলে (৬৪ ও ৭০ মিনিট)। যদিও ৬৮ মিনিটে সমতা ফিরিয়েছিলেন রুবেন দিয়াস। কিন্তু ফের হার্ভে দলকে এগিয়ে দিয়ে জয় নিশ্চিত করে ফেলেন। হারের পরেও ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ম্যান সিটি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)