E-Paper

আর্সেনালের জয়ে নায়ক মেরিনো, আজ নামছেন হালান্ডরা

ম্যাঞ্চেস্টার সিটির জার্সিতে স্বপ্নের ছন্দে রয়েছেন আর্লিং হালান্ড। ইপিএলে বোর্নমুথের বিরুদ্ধে জোড়া গোল করে রোবটের ভঙ্গিতে উদ্‌যাপন করেছিলেন নরওয়ের তারকা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ০৬:১৯
আকর্ষণ: দ্বিতীয় গোলের পরে মেরিনো। (ডান দিকে) হালান্ডের দিকে তাকিয়ে ম্যান সিটি।

আকর্ষণ: দ্বিতীয় গোলের পরে মেরিনো। (ডান দিকে) হালান্ডের দিকে তাকিয়ে ম্যান সিটি। ছবি: রয়টার্স, ফাইল চিত্র।

মঙ্গলবার চ‌্যাম্পিয়ন্স লিগে জ্বলে উঠলেন মিকেল মেরিনো। তাঁর দল আর্সেনালও টানা দশ ম‌্যাচে অপরাজিত থাকল। মেরিনোর জোড়া গোলের সৌজন‌্যে স্লাভিয়া প্রাগের বিরুদ্ধে ৩-০ ফলে জিতল আর্সেনাল। ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন বুকায়ো সাকা। দ্বিতীয়ার্ধের শুরুতে (৪৬ মিনিট) ২-০ করেন মেরিনো। ৬৮ মিনিটের মাথায় স্পেনীয় মিডফিল্ডারের দৌলতেই তৃতীয় গোল পায় আর্সেনাল। অন‌্য ম‌্যাচে নাপোলি ও এইনট্রাখট ফ্র‌্যাঙ্কফুর্টের ম‌্যাচ গোলশূন‌্য ড্র হয়েছে।

ম‌্যাঞ্চেস্টার সিটির জার্সিতে স্বপ্নের ছন্দে রয়েছেন আর্লিং হালান্ড। ইপিএলে বোর্নমুথের বিরুদ্ধে জোড়া গোল করে রোবটের ভঙ্গিতে উদ্‌যাপন করেছিলেন নরওয়ের তারকা। চ‌্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে গোল করলেও কি নতুন কোনও ভঙ্গিতে উদ্‌যাপন করবেন হালান্ড? মঙ্গলবার সাংবাদিক বৈঠকে হালান্ড বলেছেন, “আশা করি প্রত‌্যেকেই বুঝেছে কেন এই ভঙ্গিতে উদ্‌যাপন করেছিলাম? সমাজমাধ‌্যমের কমেন্টস্‌ পড়লেই বুঝতে পারবেন।” প্রসঙ্গত লিভারপুলের প্রাক্তন তারকা পিটার ক্রাউচ এই ভঙ্গিতে উদ্‌যাপন করতেন। পরে পিটারও মজার ছলে লেখেন, “আমি হাঁটি, যাতে অন‌্যরা দৌড়তে পারে।”

পরিসংখ‌্যান দেখাচ্ছে- ক্লাব ও দেশের হয়ে ইতিমধ‌্যেই তিনি ২৬ গোল করে ফেলেছেন। শুধু তাই নয়, ম‌্যান সিটির হয়ে ঘরের মাঠে শেষ চার ম‌্যাচের প্রতিটিতে জোড়া গোল করেছেন। ম‌্যান সিটির ম‌্যানেজার পেপ গুয়ার্দিওলাও উচ্ছ্বসিত হালান্ড-জাদুতে। সাংবাদিক বৈঠকে বলেছেন, “ওর মতো বিশ্বমানের ফুটবলার খুঁজে পাওয়া কঠিন। ব‌্যক্তিগত নজিরের তুলনায় দলের স্বার্থ আগে দেখে।” ম‌্যাচের আগের দিন অনুশীলন বাতিল করে দেন পেপ। বুধবার সকালে অনুশীলনে নামবে ম‌্যান সিটি।

অন‌্য ম‌্যাচে বার্সেলোনা খেলবে ক্লাব ব্রুহার বিরুদ্ধে। তার আগে অনন‌্য নজির লামিন ইয়ামালের। ফিফপ্রোর বর্ষসেরা ফুটবলারের তালিকায় কনিষ্ঠতম ফুটবলার (১৮ বছর) হিসেবে স্থান পেয়েছেন ইয়ামাল। সবচেয়ে বেশি ভোট পেয়েছেন চ‌্যাম্পিয়ন্স ট্রফি জয়ী প‌্যারিস সঁ জরমঁ-র গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা। দ্বিতীয় স্থানে ইয়ামাল।

বুধবার চ‌্যাম্পিয়ন্স লিগে: ম‌্যান সিটি বনাম বরুসিয়া। ক্লাব ব্রুহা বনাম বার্সেলোনা (দু’টি ম‌্যাচই রাত ১.৩০ থেকে, সোনি স্পোর্টস নেটওয়ার্কে)।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Mikel Merino Erling Haaland Man City Arsenal Borussia Dortmund

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy