এক সপ্তাহ আগে নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে ইপিএলে হারের পরে চ্যাম্পিয়ন্স লিগেও জয়ের মুখ দেখেনি ম্যাঞ্চেস্টার সিটি। বায়ার লেভারকুসেনের কাছে হারতে হয় ০-২ ফলে। অবশেষে ইপিএলে শনিবার লিডসের বিরুদ্ধে ৩-২ গোলে কষ্টার্জিত জয় পেলেন ফিল ফোডেনরা।
অথচ এতিহাদে বল দখল থেকে গোলে মোট শট সবেতেই এগিয়ে ছিল ম্যান সিটি। খেলার শুরুতেই ম্যান সিটিকে এগিয়ে দেন ফোডেন। ২৫ মনিনিটে ২-০ করেন জেসুস ভারদিওল। ৪৯ মিনিটে লিডসের হয়ে ব্যবধান কমান কালভার্ট-লিউইন। ৬৮ মিনিটে ২-২ করেন লুকাস মেচা।
ফের হারের আতঙ্ক গ্রাস করেছিল সিটির সমর্থকদের। সংযুক্তি সময়ে (৯০+১ মিনিট) ম্যান সিটির হয়ে জয়সূচক গোল করেন ফোডেন। জয় সত্ত্বেও ফোডেনদের খেলা নিয়ে প্রশ্ন তুলছেন ফুটবলপ্রেমীরা। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ইপিএলে টেবলে দু’য়ে উঠে এল ম্যান সিটি।
শনিবারের অন্য ম্যাচে ব্রেন্টফোর্ড ৩-১ হারিয়েছে বার্নলিকে। সান্ডারল্যান্ড ৩-২ জয় পেয়েছে বোর্নমুথের বিরুদ্ধে।
এ দিকে রবিবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। লিভারপুল খেলবে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে। চেলসির মুখোমুখি হবে আর্সেনাল।
ম্যান সিটি ৩-২ লিডস
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)