Advertisement
E-Paper

জর্জিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ম্যাঞ্চেস্টার সিটির প্রাক্তন ফুটবলার কাভেলাশভিলি

ম্যাঞ্চেস্টার সিটির হয়ে কাভেলাশভিলি খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। এ ছাড়া সুইস লিগের একাধিক দলের হয়ে খেলেছেন। আন্তর্জাতিক ফুটবলে তাঁর গোল সংখ্যা ৯।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৫
Picture of Mikheil Kavelashvili

মিখায়েল কাভেলাশভিলি। ছবি: এক্স (টুইটার)।

জর্জিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন প্রাক্তন ফুটবলার মিখায়েল কাভেলাশভিলি। দেশের হয়ে ৪৬টি ম্যাচ খেলেছেন প্রাক্তন স্ট্রাইকার। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগেও। ফুটবল থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দেন কাভেলাশভিলি। ২৯ ডিসেম্বর সরকারি ভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত কাভেলাশভিলি। ২০১৬ সালে তিনি প্রথম সাংসদ নির্বাচিত হন। তৎকালীন শাসক দল জর্জিয়ান ড্রিমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। যদিও ২০২২ সালে জর্জিয়ায় শুরু হওয়া সরকার বিরোধী গণআন্দোলনের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন কাভেলাশভিলি। পরে অবশ্য জর্জিয়ান ড্রিমের সঙ্গে তাঁদের রাজনৈতিক সমঝোতা হয়। ২০০৮ সালে রাশিয়া-জর্জিয়া সংঘর্ষের পর দু’দেশের সম্পর্কের অবনতি হয়। তবে জর্জিয়ান ড্রিম পার্টি রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষে ছিল।

গত কিছু দিন ধরে রাজনৈতিক আন্দোলনে আবার উত্তাল হয়ে ওঠে জর্জিয়া। রাশিয়াপন্থী সরকার পক্ষ এবং পশ্চিমপন্থী বিরোধীদের মধ্যে অশান্তি শুরু হয়। নির্বাচনকে কেন্দ্র করেই এই অশান্তি তৈরি হয়েছিল। কাভেলাশভিলি ছিলেন প্রেসিডেন্ট পদে এক মাত্র প্রার্থী। কারণ দেশের প্রধান চারটি বিরোধী দল নির্বাচনের বৈধতার প্রশ্ন তুলে সরে দাঁড়ায়। সাধারণ নির্বাচনের মাধ্যমে তিনি নির্বাচিত হননি। বর্তমান পরিস্থিতিতে জর্জিয়ার সংসদ সদস্য এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে গঠিত ৩০০ জনের ইলেক্টোরাল কলেজের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। ফলে কাভেলাশভিলির নির্বাচিত হতে বিশেষ সমস্যা হয়নি। নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে দাঁড়ালেও তাঁর প্রতি সমর্থন ছিল জর্জিয়ান ড্রিমের।

কাভেলাশভিলি ইপিএল ছাড়াও সুইস লিগের একাধিক দলের হয়ে ফুটবল খেলেছেন। ১৯৯৫ থেকে ১৯৯৭ পর্যন্ত তিনি ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকার ছিলেন। ২৮টি ম্যাচ খেলে ৩টি গোল করেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে তাঁর গোলের সংখ্যা ৯। ২০০২ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।

president Manchester City
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy