ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ব্রাইটনের বিরুদ্ধে খেলা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। কিন্তু সেই ম্যাচে প্রথম একাদশে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! মাঠে রোনাল্ডোকে দেখা গেলেও ম্যাঞ্চেস্টারের পক্ষ থেকে যে প্রথম একাদশ দেওয়া হয়েছিল নেটমাধ্যমে তাতে লেখা ছিল ‘রোনালড’। তাতেই তৈরি হল বিভ্রাট।
অনেকে বললেন নতুন ফুটবলার নিয়েছে ম্যাঞ্চেস্টার। অনেকে আবার এটাকে পর্তুগিজ তারকার অপমান বলে মনে করছেন। সেই টুইট যদিও কিছু ক্ষণের মধ্যেই মুছে দেয় ম্যঞ্চেস্টার। নতুন করে নামের তালিকা পোস্ট করে। সেখানে রোনাল্ডোর নামের ঠিক বানানই লিখেছিল ‘রেড ডেভিলস’।