ইপিএল
ম্যান সিটি ৩-১বোর্নমুথ
লিভারপুল ২-০ অ্যাস্টন ভিলা
মহম্মদ সালাহ-র ২৫০তম গোলের রাতে শাপমুক্ত লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে জয়ের সরণিতে প্রত্যাবর্তন আর্নে স্লটের দলের। শনিবার রাতে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ২-০ জয়ের নেপথ্যে সালাহ-রায়ান গ্রাভেনবার্চ যুগলবন্দি। দুরন্ত ছন্দে ম্যাঞ্চেস্টার সিটির আর্লিং হালান্ডও। রবিবার রাতে বোর্নমুথের বিরুদ্ধে জোড়া গোল করলেন। ১০টি ম্যাচ থেকে ১৯ পয়েন্ট অর্জন করে ম্যান সিটিকে উঠ এল দ্বিতীয় স্থানে।
অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ঘরের মাঠে শুরু থেকে আধিপত্য থাকলেও লিভারপুলকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছিল প্রথমার্ধের সংযুক্ত সময় (৪৫+১ মিনিট) পর্যন্ত। হাফটাইমের ঠিক আগে অ্যাস্টন ভিলার গোলরক্ষক আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা এমিলিয়ানো মার্তিনেসের ভুলে গোল করেন সালাহ। সেই সঙ্গেই তিনি লিভারপুলের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হওয়ার নজিরও গড়লেন। সালাহর সামনে এখন রয়েছেন ইয়ান রাশ (৩৪৬ গোল) ও রজার হান্ট (২৮৫ গোল)। ম্যাচের পরে সালাহ-র প্রশংসা করে লিভারপুল ম্যানেজার বলেছেন, ‘‘এক ক্লাবের হয়ে ২৫০ গোল করা অবিশ্বাস্য। সালাহ শুধু আক্রমণেই নয়, রক্ষণেও দুর্দান্ত খেলেছে।’’ ৫৮ মিনিটে দুরন্ত শটে ২-০ করেন রায়ান। এই জয়ের ফলে ১০ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থানে উঠে এল লিভারপুল। ম্যাচের পরে সালাহ যদিও নিজের নজির গড়ার চেয়েও বেশি খুশি দল জয়ের সরণিতে ফেরায়। তিনি বলেছেন, ‘‘এই জয়টা খুব দরকার ছিল। আমরা কিছু ম্যাচ হেরেছি। এখন আবার জয়ের সরণিতে ফিরেছি। লিভারপুলের মতো ক্লাবের হয়ে ২৫০ গোল করা সত্যিই গর্বের।’’
বোর্নমুথের বিরুদ্ধে ঘরের মাঠে ১৭ মিনিটে ১-০ করেন হালান্ড। ২৫ মিনিটে সমতা ফেরান টেলর অ্যাডামস। ৩৩ মিনিটে ফের ম্যান সিটিকে এগিয়ে দেন হালান্ড। দেশ এবং ক্লাবের হয়ে চলতি মরসুমে ২৬ গোল করে ফেললেন হালান্ড। ৬০ মিনিটে ৩-১ করেন নিকো ও’রিলি।
লিভারপুলের পরের ম্যাচ আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে দুর্ধর্ষ রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। চার দিন পরে ইপিএলে প্রতিপক্ষ ম্যান সিটি। জয়ের সরণিতে প্রত্যাবর্তনের পরে লিভারপুল ম্যানেজার বলেছেন, ‘‘আমরা যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখনও সমর্থকরা পাশে ছিলেন। এই কারণেই লিভারপুল অন্য দলগুলির চেয়ে আলাদা।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)