Advertisement
০৭ মে ২০২৪
Mohun Bagan

মোহনবাগান ছাড়া আরও তিন দল জিততে পারে আইএসএল, কাদের নাম বললেন সবুজ-মেরুন কোচ

চলতি বছর আরও এক বার আইএসএল জেতার লক্ষ্যে নামবে মোহনবাগান। নিজেদের পাশাপাশি আরও তিন ক্লাবকে ট্রফি জেতার দাবিদার মনে করছেন বাগান কোচ ফেরান্দো। কাদের নাম করলেন তিনি?

Mohun Bagan footballers

ডুরান্ড কাপ জেতার পরে উল্লাস মোহনবাগান ফুটবলারদের। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৪
Share: Save:

গত বার আইএসএল জিতেছে দল। এই বছর এসেছে ডুরান্ড কাপ। এ বার সামনে চলতি বছরের আইএসএল। সেই প্রতিযোগিতার আগে চনমনে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। আরও এক বার ট্রফি জিততেই মাঠে নামবেন তিনি। তবে বাগানের পাশাপাশি আরও তিন দলকে ট্রফি জেতার দাবিদার বলে মনে করেন ফেরান্দো। বাগান কোচের তালিকায় কি ইস্টবেঙ্গল রয়েছে?

২১ সেপ্টেম্বর থেকে শুরু আইএসএল। তার আগে কলকাতায় সাংবাদিক বৈঠকে ফেরান্দোকে জিজ্ঞাসা করা হয়, মোহনবাগান ছাড়া আর কোন দল এ বার আইএসএল জেতার দাবিদার? জবাবে ফেরান্দো বলেন, ‘‘বলা কঠিন। তবে ওড়িশা এফসি ভাল দল। মুম্বই ও গোয়াতেও অনেক নতুন ফুটবলার রয়েছে। ওদের জেতার ক্ষমতা আছে।’’ এ বার এশিয়া কাপের প্রথম ছয়ে থাকার জন্য প্রায় ১০টি দলের লড়াই হবে বলে মনে করেন ফেরান্দো। কারণ, অনেক দল আগে থেকে প্রস্তুতি শুরু করেছে। তারা ভাল খেলবে বলেই মনে করেন তিনি।

লড়াই কঠিন হলেও নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী ফেরান্দো। বাগান কোচ বলেন, ‘‘ট্রফি জেতা কঠিন হবে। কিন্তু আমরা দলগত খেলা খেলি। দলগত ভাবেই আমরা সফল হই। মোহনবাগানে আমি বলে কেউ নেই। সব কিছুই আমরা। দলের ফুটবলারেরা ট্রফি জিতিয়েছে। সমর্থকেরা পাশে থেকেছেন। নতুন মরসুমে নতুন চ্যালেঞ্জ থাকবে। তবে আমরা সেই চ্যালেঞ্জ নিতে তৈরি।’’

এশিয়ান গেমসের জন্য যে কয়েকটি দল ফুটবলার ছেড়েছে তার মধ্যে মোহনবাগান রয়েছে। লিস্টন কোলাসোর মতো ফুটবলারকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল তারা। কিন্তু আশিক কুরুনিয়ান চোট পাওয়ায় পরিস্থিতি বদলাতে পারে। কুরুনিয়ানের চোট নিয়ে চিন্তায় ফেরান্দো। বাগানো কোচ বলেন, ‘‘কুরুনিয়ানের চোট কতটা গুরুতর সেটা এখনও জানি না। চিকিৎসকেরা পরীক্ষা করে তার পর জানাবে। কোলাসোকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ক্লাব। এখন ও আর যাবে কিনা সেটাও জানি না। সব সিদ্ধান্ত ক্লাব নেবে। তবে যারা যাবে তাদের বিকল্প খুঁজতে হবে আমাকে।’’

ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড জিতেছে মোহনবাগান। তবে ডার্বিকে অন্য সব ম্যাচের মতোই দেখছেন ফেরান্দো। তাঁর কথায়, ‘‘ট্রফি জিততে হলে সব ম্যাচ জিততে হবে। জানি সমর্থকদের কাছে ডার্বির আলাদা গুরুত্ব রয়েছে। কিন্তু আমার কাছে সব ম্যাচ সমান।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohun Bagan indian super league Juan Ferrando
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE