চলতি মরসুমে কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের দুঃস্বপ্ন অব্যাহত। সিনিয়র হোক বা জুনিয়র, সব ডার্বিতেই মোহনবাগানের কাছে পর্যুদস্ত হচ্ছে তারা। শনিবার অনূর্ধ্ব-১৫ লিগে মোহনবাগানের কাছে চার গোল খেল ইস্টবেঙ্গল। সবুজ-মেরুন জিতেছে ৪-২ গোলে।
এ দিন অনূর্ধ্ব-১৫ লিগে জুনিয়র গ্রুপের খেলায় মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। কল্যাণী স্টেডিয়ামে সেই ম্যাচ অনায়াসে জিতে গিয়েছে মোহনবাগান। রাজদীপ পাল হ্যাটট্রিক করেছে। অপর গোল রোহিত বর্মনের। দলে যথেষ্ট অনূর্ধ্ব-১৫ ফুটবলার না থাকায় অনূর্ধ্ব-১৩ দলের সাত জনকে রেখেছিল মোহনবাগান।
সব মিলিয়ে চলতি মরসুমে এই নিয়ে সাতটি কলকাতা ডার্বি হয়েছে। দু’টি ডার্বি ড্র হয়েছে। বাকি সব ক’টিতেই জিতেছে মোহনবাগান। শেষ বার ২৯ জানুয়ারি অনূর্ধ্ব-১৭ লিগে কলকাতা ডার্বি ড্র হয়েছিল। এ দিন মোহনবাগান এক সময় ৪-০ গোলে এগিয়ে গিয়েছিল। শেষ দিকে দু’টি গোল শোধ করে ইস্টবেঙ্গলের রোমিত দাস এবং শিশির সরকার।
আরও পড়ুন:
এই লিগে আরও একটি কলকাতা ডার্বি হবে ৪ মার্চ। ফিরতি দফার ডার্বিতে মুখোমুখি হবে দুই দল। এই লিগে ইস্টবেঙ্গলের ম্যাচ বাকি বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি, মহমেডান, অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমি, বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির বিরুদ্ধে। প্রত্যেকের সঙ্গে দু’টি করে ম্যাচ হবে। মোহনবাগানও এই চার প্রতিপক্ষের বিরুদ্ধে দু’টি করে ম্যাচ খেলবে।