আফ্রিকা কাপ অব নেশনসের শেষ ষোলোয় সেনেগাল ৩-১ হারিয়েছে সুদানকে। গোল না করলেও দু’বার গোলের পাস বাড়িয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন সাদিয়ো মানে।
কার্ড সমস্যায় এই ম্যাচে ছিলেন না সেনেগালের অধিনায়ক কালিদৌ কোউলিবালি। কিন্তু তাঁর অভাব এক বারের জন্যও বুঝতে দেননি মানে। ৬ মিনিটে অবশ্য এগিয়ে যায় সুদান। ২৯ মিনিটে মানের বাড়ানো বল থেকে সমতা ফেরান পাপে গিউয়ে। প্রথমার্ধের সংযুক্ত সময়ে ফের তিনি ব্যবধান বাড়ান। ৭৭ মিনিটে ৩-১ করেন ইব্রাহিম এমবায়ে। ম্যাচের পরে সেনেগালের কোচ পাপে থিয়াউ বলেছেন, “আমাদের আরও তীব্রতা নিয়ে খেলা উচিত ছিল। মানের মতো ফুটবলারের দক্ষতা ও অভিজ্ঞতা দলের সম্পদ।” যুদ্ধবিধ্বস্ত সুদানকে সব ম্যাচগুলি খেলতে হয়েছে দেশের বাইরে। যা নিয়ে কোচ জেমস আপ্পিয়া বলেছেন, “এই অবস্থায় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত।”
অন্য ম্যাচে মালি টাইব্রেকারে হারিয়েছে তিউনিশিয়াকে। শুক্রবার শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে সেনেগাল ও মালি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)