বড় জয় ইস্টবেঙ্গলের ছোটদের। এআইএফএফ জুনিয়র লিগে ভুনা ফুটবল ক্লাবকে ৯-১ গোলে হারিয়েছে তারা। হ্যাটট্রিক করেছে লাল-হলুদের শিশির সরকার। গোল করা ফুটবলারদের তালিকায় রয়েছে দলের আরও চার সদস্য।
অনূর্ধ্ব-১৫ স্তরের এই প্রতিযোগিতা হয়েছে জেআরডি টাটা স্টেডিয়ামে। প্রথমে গোল করে এগিয়ে যায় ভুনা ফুটবল ক্লাব। ১৫ মিনিটের মাথায় গোল করে তারা। সেই শুরু। সেই শেষ। তার পর থেকে গোটা ম্যাচে দাপট দেখায় ইস্টবেঙ্গল। ১৯ মিনিটের মাথায় সমতা ফেরায় দীপক মণ্ডল। ২৩ ও ২৮ মিনিটের মাথায় জোড়া গোল করে শিশির।
প্রথমার্ধে আরও তিনটি গোল করে ইস্টবেঙ্গল। ৩২ মিনিটের মাথায় নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করে শিশির। ৪২ মিনিটের মাথায় রোমিত দাস ও সংযুক্তি সময়ে সাগেন মুর্মু গোল করে। বিরতিতে ৬-১ গোলে এগিয়ে ছিল লাল-হলুদ।
আরও পড়ুন:
বিরতির পরেও ইস্টবেঙ্গল দাপট দেখায়। ৫২ মিনিটে অভ্র দে গোল করে। ৬৯ মিনিটে দীপক তার দ্বিতীয় গোল করে। ৮০ মিনিটের মাথায় আবার গোল করে অভ্র। বাকি সময়ে আরও সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু আর গোল করতে পারেনি তারা। ফলে শেষ পর্যন্ত ৯-১ গোলে জিতে মাঠ ছাড়ে তারা। হ্যাটট্রিক করে ম্যাচের সেরা শিশির।