ইঙ্গিত মিলেছিল আগেই। সেটাই সত্যি হল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। মাদক নিয়ে শাস্তি পাওয়া কাগিসো রাবাডাকে দলে রাখা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার সংবাদপত্র ‘র্যাপো’ একটি রিপোর্টে জানিয়েছে, গত ২১ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা টি২০ লিগ চলাকালীন রাবাডা নিজের নমুনা জমা দিয়েছিলেন। সেই নমুনা পরীক্ষায় দেখা যায়, রাবাডার শরীরে কোকেন রয়েছে। তার পরেই তাঁকে নির্বাসিত করা হয়। সেই কারণে, আইপিএলে গোটা এপ্রিল মাসে খেলতে পারেননি তিনি। এক মাস নির্বাসিত থাকতে হয় তাঁকে। মে মাসে আবার ভারতে আইপিএল খেলতে ফেরেন রাবাডা।
দক্ষিণ আফ্রিকার পেসারের আরও বড় শাস্তি হতে পারত। তাঁর আইনজীবীর দল আরও বড় শাস্তির হাত থেকে বাঁচিয়েছে রাবাডাকে। তারা আদালতে প্রমাণ করতে পেরেছে যে রাবাডা দক্ষিণ আফ্রিকা টি২০ লিগ শুরু হওয়ার আগে সেই মাদক সেবন করেছিলেন। তা-ও খুব সামান্য পরিমাণে। তারা প্রমাণ করতে পেরেছে যে রাবাডা নিয়মিত মাদক সেবন করেন না। নিজের মনকে ফুরফুরে করতে ভুল করে সেই মাদক নিয়েছিলেন তিনি। দ্বিতীয় বার নমুনা পরীক্ষা করাতে অস্বীকার করেছেন রাবাডা। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক টিম পেইন। তিনি দাবি করেছিলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাবাডাকে খেলানো উচিত নয়। যদিও রাবাডাকে রেখেই দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন:
দলের অধিনায়ক টেম্বা বাভুমা। রাবাডা ছাড়া পেস আক্রমণে রয়েছেন লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন, উইয়ান মুল্ডার ও কর্বিন বশ। স্পিনার হিসাবে কেশব মহারাজ ও সেনুরান মুথুস্বামীকে নেওয়া হয়েছে। ট্রিস্টান স্টাবস, কর্বিন বশ, রায়ান রিকেলটনেরা আইপিএলে ভাল ছন্দে রয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলেও জায়গা পেয়েছেন তাঁরা।
২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকার পয়েন্টের শতাংশ ছিল ৬৯.৪৪। সকলের উপরে শেষ করেছে তারা। দ্বিতীয় স্থানে শেষে করেছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্টের শতাংশ ৬৭.৫৪। এই প্রথম বার দক্ষিণ আফ্রিকা এই প্রতিযোগিতার ফাইনালে খেলছে।
দক্ষিণ আফ্রিকার দল— টেম্বা বাভুমা, এডেন মার্করাম, লুঙ্গি এনগিডি, টনি ডি’জর্জি, ডেভিড বেডিংহ্যাম, কেশব মহারাজ, ট্রিস্টান স্টাবস, কর্বিন বশ, সেনুরান মুথুস্বামী, মার্কো জানসেন, কাগিসো রাবাডা, কাইল ভেরেইনি, ডেন পিটারসন, উইয়ান মুল্ডার ও রায়ান রিকেলটন।