আইএসএলে চলতি মরসুমে বারবার রেফারিংয়ের শিকার হয়েছে ইস্টবেঙ্গল। বারবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে ভিডিয়ো সহ অভিযোগপত্র পাঠানো হলেও কোনও সমাধান হয়নি। বাধ্য হয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয়ার কাছে চিঠি দেওয়া হয়েছিল। রবিবার নিজের বাসভবনে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি ইস্টবেঙ্গল কর্তাদের।
এ দিন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ক্লাবের প্রতিনিধিরা। তিনি মনোযোগ সহকারে সমস্যাগুলি শুনেছেন। ক্লাবের তরফে আশা করা যাচ্ছে, ক্রীড়ামন্ত্রী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন।
রাতে এক বিবৃতি দিয়ে ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়, “ক্রীড়ামন্ত্রী সব সমস্যা শুনেছেন। অভিযোগ মেনে নিয়ে জানিয়েছেন, কোনও ক্লাবের ক্ষেত্রেই এই ঘটনা অভিপ্রেত নয়। আশ্বাস দিয়েছেন, সব অভিযোগ স্বচ্ছতা এবং বিচক্ষণতার সঙ্গে দেখবেন। প্রয়োজন পড়লে ‘অবজ়ার্ভার’ নিয়োগও করা হবে।”
পাশাপাশি আগামী ১ অগস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবসে ক্রীড়ামন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)