চলতি মরসুমে ভিন্ন ফরম্যাটে খেলা হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। তবে সেই কাজ করতে গিয়ে বেশি ম্যাচ খেলতে হচ্ছে দলগুলিকে। তা নিয়ে ম্যাঞ্চেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ-সহ অনেক দলই আপত্তি জানিয়েছে। ফলে চিন্তায় উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটে আবার বদল আনতে পারে তারা।
আগে চারটি দল নিয়ে আটটি গ্রুপ করা হত। প্রতিটি গ্রুপের দল নিজেদের মধ্যে দু’বার করে খেলত। এ বার কোনও গ্রুপ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রতিটি অংশগ্রহণকারী দলের আট জন প্রতিপক্ষ বেছে নেওয়া হয়েছে। গ্রুপে ম্যাচও বেড়েছে অন্তত দু’টি করে। পাশাপাশি প্লে-অফে খেলতে হলে আরও দু’টি অতিরিক্ত ম্যাচ খেলতে হবে।
বাড়তি এই ম্যাচ নিয়েই আপত্তি জানিয়েছে অনেক বড় দল। তাতেই ফরম্যাট বদলানোর কথা ভাবছে উয়েফা। নকআউট রাউন্ডে অতিরিক্ত সময় তুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে, যাতে কম মিনিট খেলতে হয়। সরাসরি পেনাল্টি শুটআউট হতে পারে সে ক্ষেত্রে। এ ছাড়া, পয়েন্ট তালিকায় নয় থেকে ২৪ নম্বরে শেষ করা যে ১৬টি দলকে প্লে-অফ খেলতে হচ্ছে, সেই নিয়মেরও বদল হতে পারে।
যা-ই হোক না কেন, ২০২৭ সালের আগে সেই বদলের সম্ভাবনা নেই। কারণ সেই মরসুম পর্যন্ত সম্প্রচারস্বত্ব বিক্রি হয়ে গিয়েছে অনেক আগেই। হঠাৎ করে ফরম্যাট বদল করে ম্যাচের সংখ্যা কমানো হলে তা সম্প্রচারকারী সংস্থা মানবে না।
আরও পড়ুন:
সম্প্রতি অতিরিক্ত ম্যাচ খেলা নিয়ে ম্যান সিটির কোচ পেপ গুয়ার্দিওলা বলেছিলেন, “প্রিমিয়ার লিগে প্রতিটি দলকে একে অপরকে দু’বার করে খেলতে হয়। সেটাই চলে আসছে। সেই কঠিন সূচির মধ্যে রিয়াল মাদ্রিদের মতো দলের বিরুদ্ধে প্লে-অফে খেলা নিঃসন্দেহে আরও কঠিন। সূচির দিকে নজর দেওয়া উচিত।” অতীতে ম্যান সিটির খেলোয়াড় রদ্রি ফুটবলারদের নিয়ে ধর্মঘটে যাওয়ারও হুমকি দিয়েছিলেন।