দক্ষিণের ডার্বিতে বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারিয়ে এফসি গোয়াকে টপকে আইএসএল টেবলের শীর্ষে হায়দরাবাদ এফসি। নেপথ্যে সেই বার্তোলোমেউ ওগবেচে। তবে এগিয়ে গিয়েও জামশেদপুর এফসি-র সঙ্গে ১-১ ড্র করল মুম্বই সিটি এফসি। শনিবার ঘরের মাঠে জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচের আট মিনিটের মধ্যেই মুম্বইকে এগিয়ে দেন লালিয়ানজ়ুয়ালা ছাংতে। কিন্তু চার মিনিটের মধ্যেই ১-১ করে দেন ড্যানিয়েল চিমা।
এই ম্যাচের পরে ফুটবলপ্রেমীদের আকর্ষণে কেন্দ্রে ছিল দক্ষিণের ডার্বিতে সুনীল ছেত্রী বনাম ওগবেচের দ্বৈরথ। ভারত অধিনায়ক গোল পাননি। ৮৩ মিনিটে জয়সূচক গোল ওগবেচের। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টেবলের শীর্ষ স্থানে উঠে এল হায়দরাবাদ।