কাশ্মীরের বিরুদ্ধে জয় অধরাই রইল মহমেডানের। প্রথম পর্বে ঘরের মাঠে হারের পরে দ্বিতীয় পর্বে শনিবার গোলশূন্য ড্র করেন আন্দ্রে চের্নিশভের ছেলেরা। ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ডেকান এফসির থেকে নয় পয়েন্টে এগিয়ে রইল মহমেডান। ম্যাচে মোট চারটি শট নেয় মহমেডান, কিন্তু একটি শটও গোলে ছিল না। শনিবার সেই ঝাঁঝও অনুপস্থিত ছিল এদি হার্নান্দেস-দের খেলায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)