E-Paper

সাউলের চোট নিয়ে ইস্টবেঙ্গলে অস্বস্তি, মলিনাকে ভাবাচ্ছে রক্ষণ

মোহনবাগানের চাণক্য জোসে ফ্রান্সিসকো মলিনা এখন ব্যস্ত কার্ড সমস্যায় ছিটকে যাওয়া আলবের্তো রদ্রিগেস ও শুভাশিস বসুর বিকল্পের সন্ধানে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ০৮:৩২
শুক্রবার চেন্নাইয়ে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি।

শুক্রবার চেন্নাইয়ে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। —প্রতীকী চিত্র।

আইএসএলে আগামী শুক্রবার চেন্নাইয়ে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। পরের দিন অর্থাৎ, রবিবার গুয়াহাটিতে মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র। ম্যাচের আগে দুই প্রধানে দু’রকম সমস্যা। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুসোর অস্বস্তি বাড়ছে সাউল ক্রেসপো-কে নিয়ে। মোহনবাগানের চাণক্য জোসে ফ্রান্সিসকো মলিনা এখন ব্যস্ত কার্ড সমস্যায় ছিটকে যাওয়া আলবের্তো রদ্রিগেস ও শুভাশিস বসুর বিকল্পের সন্ধানে।

সাউল ও মাধি তালাল সোমবার অনুশীলন করেননি। অস্কার জানিয়েছিলেন, তরতাজা রাখার লক্ষ্যেই বিশ্রাম দিয়েছিলেন দুই তারকাকে। মঙ্গলবার বিকেলে যুবভারতীতে তালাল পুরোদমেই দলের সঙ্গে অনুশীলন করেন। কিন্তু সাউল সাইডলাইনের ধারে অল্প দৌড়েই হোটেলে ফিরে যান। জানা গিয়েছে, পায়ের পেশিতে চোট রয়েছে তাঁর। এই কারণেই ঝুঁকি নেননি। আজ, বুধবার থেকে পুরোদমে অনুশীলন করার কথা সাউলের।

সাউল-কে ছাড়াই চেন্নাইয়িন দ্বৈরথের মহড়া সারলেন অস্কার। এ দিনের অনুশীলনে তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন আক্রমণাত্মক ফুটবলের উপরে। রক্ষণের প্রধান ভরসা আনোয়ার আলিকেও দেখা গেল উঠে এসে গোল করার মহড়া দিচ্ছেন। নির্বাসনমুক্ত হয়ে চেন্নাইয়িনের বিরুদ্ধে ফিরছেন নন্দ কুমার ও মহেশ সিংহ। তবে নর্থ ইস্টের বিরুদ্ধে আগের ম্যাচে লাল কার্ড (দ্বিতীয় হলুদ) দেখায় খেলতে পারবেন না লাল চুংনুঙ্গা।

নর্থ ইস্টের বিরুদ্ধে জিতলেও পয়েন্ট টেবলে সব দলের শেষে রয়েছে ইস্টবেঙ্গল। আটটি ম্যাচ খেলে দিমিত্রিয়স দিয়ামানতাকোসদের সংগ্রহে চার পয়েন্ট। দু’টি ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট নিয়ে চেন্নাইয়িন রয়েছে নবম স্থানে। শেষ দু’টি ম্যাচে হারলেও আওয়েন কয়েলের দলকে হাল্কা ভাবে নিতে চান না অস্কার। ম্যাচ জেতার পাশাপাশি স্পেনীয় কোচের লক্ষ্য গোলের সংখ্যা বাড়িয়ে রাখা। এই কারণেই ডিফেন্ডারদেরও গোল করার অনুশীলন করাচ্ছেন।

প্রস্তুতি তুঙ্গে মোহনবাগানেও। আলবের্তো ও শুভাশিসহীন রক্ষণ নিয়ে কী ভাবে আলাদিন আজ়রাইয়ের গোল করা আটকাবেন তার ছক কষতেই ব্যস্ত মলিনা। ডুরান্ড কাপ ফাইনালে যুবভারতীতে নর্থ ইস্টের কাছেই টাইব্রেকারে ৩-৪ হেরেছিল মোহনবাগান। আইএসএলে অবশ্য বলিউড তারকা জন আব্রাহামের দলকে ৩-২ হারিয়ে ‘মধুর’ প্রতিশোধ নিয়েছিলেন জেসন কামিংস-রা। এ বার লড়াই নর্থ ইস্টের ঘরের মাঠ গুয়াহাটিতে। তার উপরে আলবের্তো ও শুভাশিস নেই। তাঁদের শূন্যস্থান পূরণ করতে কি দীপক টাংরি ও দীপেন্দু বিশ্বাসকে খেলাবেন মলিনা? যদিও মঙ্গলবার বিকেলে মোহনবাগান মাঠে নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতিতে ছিলেন না দীপক। আর এক ডিফেন্ডার আশিস রাই হাল্কা অনুশীলন করেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Sports East Bengal ISL 2024-25 chennai fc Mohun Bagan

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy