Advertisement
E-Paper

কলকাতা লিগ ডার্বির টিকিট এ বার অন-লাইনে, শুরু বিক্রি

বিকেল পাঁচটায় খুলে গেল ওয়েবসাইটে ডার্বির টিকিট বিক্রির দরজা। ইস্টবেঙ্গল, মোহনবাগান সমর্থকরা অন-লাইনে টিকিট কেটে অভ্যস্ত নন। এই বার্তাও যে তাঁদের কাছে বিরাটভাবে পৌঁছেছে এমনটা নয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৮ ১৭:১০

শুরু হয়ে গেল ডার্বির টিকিট বিক্রি। আগামী ২ সেপ্টেম্বর এ বারের কলকাতা লিগের ডার্বি। এই দুই দল সব ম্যাচ ময়দানে খেললেও ডার্বি হবে যুবভারতীতেই। সেই মত তৈরি স্টেডিয়াম। রবিবার ডার্বি দেখতে ভরে যাবে স্টেডিয়াম এটাই স্বাভাবিক। কিন্তু এ বার টিকিট কেনার জন্য ক্লাব তাঁবুতে গিয়ে লাইননা দিলেও চলবে। কারণ এই প্রথম অল-লাইনে টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিল আইএফএ।

www.kyazoonga.com- এর মাধ্যমে শুক্রবার থেকেই শুরু হয়ে গেল কলকাতা লিগ ডার্বির টিকিট বিক্রি। বিকেল পাঁচটায় খুলে গেল ওয়েবসাইটে ডার্বির টিকিট বিক্রির দরজা। ইস্টবেঙ্গল, মোহনবাগান সমর্থকরা অন-লাইনে টিকিট কেটে অভ্যস্ত নন। এই বার্তাও যে তাঁদের কাছে বিরাটভাবে পৌঁছেছে এমনটা নয়। অন-লাইনে টিকিট বিক্রি হচ্ছে তার খবর বেশিরভাগ সমর্থকই জানেন না। অনেকেই তাই খোঁজ করতে শুরু করেছেন ক্লাবে। ক্লাব থেকেই জানতে পারছেন টিকিট বিক্রি হচ্ছে অন-লাইনেও।

টিকিটের দাম শুরু হচ্ছে ১০০ টাকা থেকে। সর্বোচ্চ টিকিটের দাম ৮০০ টাকা। লোয়ার ও আপার টায়ারের টিকিটের দাম ১০০টাকা। মিডল টায়ার ২০০ টাকা। বাঁ ও ডান দিকের ভিআইপি গ্যালারির টিকিট ৫০০ টাকা করে। মাঝের ভিআইপি টিকিটের দাম ৮০০ টাকা।

আরও পড়ুন
বকেয়া বেতনের প্রতিশ্রুতি পেয়েই মাঠে ফিরলেন শিল্টন, ডিকারা

(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)

Football Kolkata Premiere League 2018 East Bengal Vs Mohun Bagan Ticket ইস্টবেঙ্গল মোহনবাগান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy