প্রয়াত ময়দানের ভীষ্ম। সোমবার সকালে ৯২ বছর বয়সে বাড়িতেই মৃত্যু হল প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট বিশ্বনাথ দত্তর।
অনেকদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বাড়িতেই থাকতেন। সেখানেই চলত চিকিৎসা। সম্প্রতি তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। এরপর সোমবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিশ্বনাথবাবু। এদিন সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত জর্জ টেলিগ্রাফে তাঁর মরদেহ রাখা হবে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। এরপর মরদেহ শায়িত রাখা হবে সিএবিতে। তারপর হবে শেষকৃত্য।
শরীর খারাপের কারণেই ময়দানের সঙ্গে যোগাযোগ কমে এসেছিল। ১৯৮৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি সিএবি-র প্রেসিডেন্ট ছিলেন বিশ্বনাথ দত্ত। ১৯৮৮ থেকে ১৯৯০ পর্যন্ত ছিলেন বিসিসিআই-র প্রেসিডেন্ট। ময়দানে তিনি জগমোহন ডালমিয়ার গুরু হিসেবেই পরিচিত। তিনিই ক্রিকেট প্রশাসনে আনেন ডালমিয়াকে।
আরও পড়ুন: রোহিত-ধওয়নের সেঞ্চুরিতে ধরাশায়ী পাকিস্তান, ৯ উইকেটে জয় ভারতের