জীবন তাঁকে নতুন পাঠ পড়িয়েছে। সেই অভিজ্ঞতা আগামী প্রজন্মের সঙ্গে ভাগ করে নিলেন শার্লিন চোপড়া। সদ্য অস্ত্রোপচার করে ৮২৫ গ্রাম ওজনের (প্রতিটি) সিলিকন স্তন সরিয়েছেন মডেল-অভিনেত্রী। শুক্রবার তিনি বলেছেন, “নিজেকে প্রজাপতির মতো ফুরফুরে লাগছে!”
এ দিন তিনি নিজের বর্তমান অবস্থার কথা জানানোর পাশাপাশি সতর্ক করেছেন ভবিষ্যৎ প্রজন্মকে। শার্লিনের পরামর্শ, “সমাজমাধ্যমে ছড়িয়ে থাকা বিজ্ঞাপন দেখে কেউ ভুল সিদ্ধান্ত নেবেন না। এতে ক্ষতি আপনার। ঈশ্বর যা দিয়েছেন, তাতেই সন্তুষ্ট থাকুন। খোদার উপরে খোদকারি করলে আখেরে আপনার ক্ষতি। যেমন, আমি উচিত শিক্ষা পেয়েছি।” তিনি এ-ও বুঝেছেন, নিত্যদিন অকারণ অতিরিক্ত বোঝা নিয়ে চলাফেরা করা উচিত নয়। এতে স্বাস্থ্যের উপরে কুপ্রভাব পড়ে। তিনিও তাই অকারণ কষ্ট পেয়ে উঠলেন। তাই সৌন্দর্যবৃদ্ধির জন্য কোনও পদক্ষেপ করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত— দাবি মডেল-অভিনেত্রীর।
আরও পড়ুন:
অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক সমস্যা, ব্যথাবেদনা অনেক কম, ভিডিয়োবার্তায় জানিয়েছেন শার্লিন। ক্রমে সুস্থ হয়ে উঠছেন তিনি।
কখনও পোশাক, কখনও ‘পাপারাজ্জি’দের সঙ্গে দুষ্টুমি— এ ভাবেই খবরে শার্লিন। তাঁর শারীরিক গঠন, পোশাক পরার ধরন, বিতর্কিত মন্তব্য নিয়ে কম চর্চা হয়নি। এ বার সিলিকন স্তন সরিয়ে চর্চায় তিনি। খবর, গত কয়েক মাস তিনি কাঁধ, পিঠ, বুকের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। নানা পরীক্ষার পর জানতে পারেন, যত নষ্টের গোড়া নকল স্তন! চিকিৎসকের পরামর্শে এর পরেই অস্ত্রোপচার করে সিলিকন স্তন সরানোর সিদ্ধান্ত নেন।