প্রয়াত প্রাক্তন অলিম্পিয়ান লক্ষ্মীকান্ত দাস। দীর্ঘদিন লক্ষ্মীকান্ত বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন। সোমবার সন্ধ্যায় কাসুন্দিয়া বৈষ্ণবপাড়া লেনে নিজের বাড়িতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
লক্ষ্মীকান্ত ছোটবেলা থেকেই খেলাধুলায় আগ্রহী ছিলেন। তিনি ছাত্র অবস্থাতেই ভারত্তোলন (ওয়েট লিফটিং)- এ আগ্রহী হন। প্রথমে রাজ্যের হয়ে পরে দেশের সমস্ত প্রথম সারির ভারত্তোলন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তিনি ১১ বার জাতীয় চ্যাম্পিয়ন হন। এর পাশাপাশি ১৯৬০ সালের রোম অলিম্পিক্স এবং ১৯৬৪ সালে টোকিও অলিম্পিকসে ৬০ কেজি বিভাগে ভারত্তোলনে অংশ গ্রহণ করেন। রোমে তিনি ৩১৬ কেজি ওজন তুলে ১২ তম এবং টোকিওতে ৩৩২.৫ কেজি তুলে ১৩ তম স্থান অধিকার করেন।
খেলা ছাড়ার পর তিনি রাজ্য কোচের দায়িত্ব পালন করেন। তাঁর প্রশিক্ষণে বেশ কয়েক জন নামি ভারত্তোলক উঠে আসেন। ১৯৬২ সালে লক্ষ্মীকান্ত অর্জুন পুরস্কার পান।
এ দিন তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্রিড়াজগতে শোকের ছায়া নেমে আসে।