করোনা আক্রান্ত ৭ বারের ফর্মুলা ওয়ান বিজয়ী লুইস হ্যামিল্টন। মঙ্গলবার ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ তাদের টুইটার হ্যান্ডলে এই খবর জানিয়েছে।
ইতিমধ্যেই লুইস আইসোলেশনে রয়েছেন। তাঁর সংস্পর্শে যারা এসেছিলেন তাঁদেরকেও চিহ্নিত করা হয়েছে। বাহরাইন গ্রাঁ প্রি শুরু হওয়ার আগে নিয়ম অনুযায়ী যে টেস্ট করা হয়েছিল তাতেই লুইসের রিপোর্ট পজিটিভ এসেছে।
তৃতীয় ফর্মুলা ওয়ান ড্রাইভার হিসেবে করোনা আক্রান্ত হলেন লুইস। তাঁর আগে সার্জিয়ো পেরেজ এবং ল্যান্স স্ট্রল করোনা আক্রান্ত হয়েছিলেন।পরবর্তী বাহারাইন গ্রাঁ প্রি-তে মার্সিডিজের হয়ে নামতে চলা লুইসের পরিবর্ত এখনও ঘোষণা করেনি ওই সংস্থা। এর আগে ৩ বার পরীক্ষা করে হলেও তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ৪ ডিসেম্বর প্রথম প্র্যাক্টিসের আগে তাঁর রিপোর্ট পজিটিভ আসায় আর নামা হচ্ছে না লুইসের।
BREAKING: Lewis Hamilton will miss this weekend's Sakhir Grand Prix in Bahrain after a positive test for Covid-19 pic.twitter.com/c0XCfyDmWZ
— Formula 1 (@F1) December 1, 2020