Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ফৌজদারি তদন্তের মুখে বেকেনবাউয়ার

ফ্রাঞ্জ বেকেনবাউয়ারের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত হতে পারে ফিফার হেডকোয়ার্টার সুইৎজারল্যান্ডে। প্রাক্তন জার্মান ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ বিশ্বকাপ তাঁদের দেশে আনার সময় আর্থিক দুর্নীতিতে জড়িয়ে ছিলেন তিনি।

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ০৩:২৭
Share: Save:

ফ্রাঞ্জ বেকেনবাউয়ারের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত হতে পারে ফিফার হেডকোয়ার্টার সুইৎজারল্যান্ডে। প্রাক্তন জার্মান ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ বিশ্বকাপ তাঁদের দেশে আনার সময় আর্থিক দুর্নীতিতে জড়িয়ে ছিলেন তিনি। তদন্তের সামনে জার্মান ফুটবল সংস্থার আরও তিন— দুই প্রেসিডেন্ট উল্ফগ্যাং নিয়ের্সবাখ ও থিও জোয়ানজাইগার এবং প্রাক্তন সাধারণ সচিব হর্স্ট রুডল্ফ স্মিড্ট। শোনা যাচ্ছে, অস্ট্রিয়ান ও জার্মান ফুটবল সংস্থা এই তদন্তে সাহায্য করছে। আটটা জায়গায় ইতিমধ্যেই তল্লাশি চালানো হয়েছে। তবে কোথায় কোথায়, তার নাম এখনও জানানো হয়নি। তল্লাশি চালানো হয় বেকেনবাউয়ারের অস্ট্রিয়ার বাড়িতেও। কয়েক জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীরা বলছেন, বিশ্বকাপ খাতে যে খরচ হয়েছে, তা মিলছে না। উদ্বৃত্ত টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Franz Beckenbauer criminal investigation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE