Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৯ জানুয়ারি ২০২২ ই-পেপার

সুকমার শহিদ-সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেবেন গম্ভীর

নিজস্ব সংবাদদাতা
২৮ এপ্রিল ২০১৭ ১৫:৫২

বুধবার সকালে খবরের কাগজ খুলেই মনটা খারাপ হয়ে গিয়েছিল গৌতম গম্ভীরের। তার আগে শুনেছিলেন মাওবাদীদের আক্রমণে শহিদ সিআরপিএফ জওয়ানরা। কিন্তু ওই দৃশ্য মেনে নিতে পারেননি। তার পরই সিদ্ধান্ত নেন শহিদ জওয়ানদের ছেলে-মেয়েদের দায়িত্ব নেবেন তিনি। গম্ভীর বলেন, ‘‘বুধবার সকালে খবরের কাগজ খুলেই মনটা খারাপ হয়ে যায়। নাড়িয়ে দেয় ছবিগুলো। যেখানে দেখা যাচ্ছে দুই সিআরপিএফ জওয়ানের মেয়ের ছবি। একজন বাবার দেহের সামনে দাঁড়িয়ে স্যালুট করছে অন্যজন ভেঙে পড়েছেন কান্নায়।’’

আরও খবর: ইডেনে সেনানায়কদের নামে স্ট্যান্ড করার দাবি সেনার

Advertisement

গম্ভীর বলেন এরকম একটা ঘটনার পর খেলায় মনোনিবেশ করতে খুব সমস্যা হয়। তিনি বলেন ‘‘দেশের স্বার্থ রক্ষার্থে সেনাদের প্রাণ দেওয়ার সঙ্গে আর কিছুর তুলনা হয় না। একটা ক্রিকেট ম্যাচ হারাটা সেখানে নগন্য।’’ তাও বুধবার পুণেকে হারিয়ে ম্যাচ জিতে লিগ তালিকার এক নম্বরে উঠে এসেছে কলকাতা। যেখানে অধিনায়ক গৌতম গম্ভীর ৪৬ বলে ৩২ রান করেছিলেন।


গম্ভীর বলেন এরকম একটা ঘটনার পর খেলায় মনোনিবেশ করতে খুব সমস্যা হয়। তিনি বলেন ‘‘দেশের স্বার্থ রক্ষার্থে সেনাদের প্রাণ দেওয়ার সঙ্গে আর কিছুর তুলনা হয় না। একটা ক্রিকেট ম্যাচ হারাটা সেখানে নগন্য।’’ তাও বুধবার পুণেকে হারিয়ে ম্যাচ জিতে লিগ তালিকার এক নম্বরে উঠে এসেছে কলকাতা। যেখানে অধিনায়ক গৌতম গম্ভীর ৪৬ বলে ৩২ রান করেছিলেন।

গম্ভীর বলেন এরকম একটা ঘটনার পর খেলায় মনোনিবেশ করতে খুব সমস্যা হয়। তিনি বলেন ‘‘দেশের স্বার্থ রক্ষার্থে সেনাদের প্রাণ দেওয়ার সঙ্গে আর কিছুর তুলনা হয় না। একটা ক্রিকেট ম্যাচ হারাটা সেখানে নগন্য।’’ তাও বুধবার পুণেকে হারিয়ে ম্যাচ জিতে লিগ তালিকার এক নম্বরে উঠে এসেছে কলকাতা। যেখানে অধিনায়ক গৌতম গম্ভীর ৪৬ বলে ৩২ রান করেছিলেন।

আরও পড়ুন

Advertisement