Advertisement
১৯ মে ২০২৪

জাতীয় স্কুল ভলিবলে সেরা বাংলার মেয়েরা

মেয়েদের দল চ্যাম্পিয়ন হলেও বাংলার ছেলেরা অবশ্য হতাশ করেছে। এ বারের প্রতিযোগিতায় নকআউট রাউন্ডেই উঠতে পারেনি তারা। গ্রুপ লিগে সিবিএসই স্পোর্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বিরুদ্ধে জিতলেও তামিলনাড়ু এবং নবোদয় বিদ্যালয় সমিতির কাছে হেরে বিদায় নেয় তারা।

চ্যাম্পিয়ন: বাংলা দল। নিজস্ব চিত্র

চ্যাম্পিয়ন: বাংলা দল। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শ্রীরামপুর শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮ ০২:৫২
Share: Save:

জাতীয় অনূর্ধ্ব ১৪ স্কুল ভলিবলে চ্যাম্পিয়ন হল বাংলার মেয়েরা।

৬৩ তম জাতীয় স্কুল গেমসের অঙ্গ হিসেবে গত ৮ জানুয়ারি কর্নাটকের বিজয়পুরায় ওই প্রতিযোগিতা শুরু হয়েছিল। ফাইনাল হয় শুক্রবার। গোটা প্রতিযোগিতায় একটি সেটও না হারিয়ে সেরা হয়েছে বাংলার মেয়েরা। তবে ছেলেদের দল অবশ্য গ্রুপ লিগ থেকেই বিদায় নিয়েছে।

গ্রুপ লিগের ম্যাচে বাংলার মেয়েরা গুজরাত এবং ছত্তীসগ়ঢ়কে হারায়। কোয়ার্টার ফাইনালে তাদের কাছে পরাস্ত হয় অন্ধ্রপ্রদেশ। সেমিফাইনালে তারা হরিয়ানাকে উড়িয়ে দেয় ২৫-১৬, ২৫-১২ এবং ২৫-১৪ ব্যবধানে। শুক্রবার ফাইনালে বাংলার মুখোমুখি হয় তামিলনাড়ু। সেখানেও কার্যত একতরফা খেলে এই রাজ্যের ছাত্রীরা বাজিমাত করে। তাদের পক্ষে খেলার ফল ২৫-১৮, ২৫-১৫ এবং ২৫-১৬। নজর কেড়েছে হুগলির প্রেরণা পাল, পূজা অধিকারী, উত্তর ২৪ পরগনার পূর্বাংশী চৌধুরী ও জয়তী ঘোষ নজর কেড়েছে। প্রেরণা ছিল দলের অধিনায়িকা।

দলের খেলায় উচ্ছ্বসিত প্রশিক্ষক মীনাক্ষি ঘোষ। শ্রীরামপুরের বাসিন্দা মিনাক্ষী জানান, ভদ্রেশ্বরের দুর্গাময়ী অ্যাকাডেমির অষ্টম শ্রেণির ছাত্রী প্রেরণা দলের সেন্ট্রাল ব্লকার এবং অ্যাটাকারের কাজ দারুণ সামলেছে। জয়তী, দেবাংশীও খুব ভাল খেলেছে। তিনি বলেন, ‘‘ছোট ছোট মেয়েগুলো ওখানে খুব উপভোগ করেছে। খাওয়া-দাওয়া, ঘোরাঘুরি সবই হয়েছে।’’ দলের ম্যানেজার সজল তাঁতি জানান, গত বারেও বাংলার মেয়েরা এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল। প্রেরণা এবং জয়তী ওই দলেরও সদস্য ছিল।

মেয়েদের দল চ্যাম্পিয়ন হলেও বাংলার ছেলেরা অবশ্য হতাশ করেছে। এ বারের প্রতিযোগিতায় নকআউট রাউন্ডেই উঠতে পারেনি তারা। গ্রুপ লিগে সিবিএসই স্পোর্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বিরুদ্ধে জিতলেও তামিলনাড়ু এবং নবোদয় বিদ্যালয় সমিতির কাছে হেরে বিদায় নেয় তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE