Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টেবল টেনিসে ফের জাতীয় স্তরে সোনার মেয়ে এরিনা

কেন্দ্রীয় বিদ্যালয়ে জাতীয়স্তরে টেবিল টেনিস প্রতিযোগিতায় সাফল্যের লক্ষ্যে গুজরাতে রওনা দিল খড়্গপুরের এরিনা দত্ত। খড়্গপুর কেন্দ্রীয় বিদ্যালয় (দ্বিতীয়)-এর ছাত্রী এরিনা আগেও দু’বার জাতীয়স্তরে টেবিল টেনিসে স্বর্ণ পদক জয় করেছে।

এরিনা দত্ত।  —নিজস্ব চিত্র।

এরিনা দত্ত। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৪ ০৩:১৮
Share: Save:

কেন্দ্রীয় বিদ্যালয়ে জাতীয়স্তরে টেবিল টেনিস প্রতিযোগিতায় সাফল্যের লক্ষ্যে গুজরাতে রওনা দিল খড়্গপুরের এরিনা দত্ত। খড়্গপুর কেন্দ্রীয় বিদ্যালয় (দ্বিতীয়)-এর ছাত্রী এরিনা আগেও দু’বার জাতীয়স্তরে টেবিল টেনিসে স্বর্ণ পদক জয় করেছে। গত অগস্টে কেন্দ্রীয় বিদ্যালয়ের কলকাতা আঞ্চলিক প্রতিযোগিতায় রাজ্য থেকে টেবিল টেনিস বিভাগে এরিনা-সহ পাঁচজনকে গুজরাতের প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হয়। খড়্গপুর থেকে একমাত্র এরিনাই মনোনীত হওয়ায় তাঁকে ঘিরে সাফল্যের আশায় বুক বাঁধছে রেলশহরবাসী।

খড়্গপুরের পুরাতনবাজার এলাকার বাসিন্দা এরিনার বাবা সুনীল দত্তও ‘ইন্টার রেলওয়ে টেবিল টেনিস’-এ ব্রোঞ্জ পদক জয়ী। গত বছর গুজরাতের গাঁধীধামে টেবিল টেনিসে সুনীলবাবু কোরিয়ান কোচের সহকারী কোচ ছিলেন। নবম শ্রেণির ছাত্রী এরিনা ২০০৯ সালে সেরসায় অনুশীলন শুরু করে। বর্তমানে সে মেদিনীপুর স্পোর্টসম্যান রিক্রিয়েশন ক্লাবেই প্রতিনিয়ত অনুশীলন করে। সঙ্গে বাবার কাছে তালিমও চলে। সুনীল দত্ত বলেন, “আমি যতটুকু পারি ওকে দেখিয়ে দিই। তবে আমার মেয়ে মূলত আমারই এক ছাত্রী শ্রীপর্ণা নন্দর কাছে খেলে।” তাঁর কথায়, “ছোট থেকেই আমাকে এই খেলায় যুক্ত থাকতে দেখে নিজের আগ্রহেই ও টেবিল টেনিসের দিকে ঝুঁকেছে। তাই ওর সাফল্য এলে ভাল লাগবে।”

আগামী ১৪ থেকে ১৮ অক্টোবর গুজরাতের ভদোদরায় কেন্দ্রীয় বিদ্যালয়ের জাতীয়স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ বার কলকাতা অঞ্চল থেকে এরিনা ছাড়াও টেবিল টেনিস বিভাগে খেলতে ভদোদরা যাচ্ছে জোকা কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রাপ্তি সেন, ব্যারাকপুরের কৌশানী নাথ, সল্টলেকের আকাঙ্খা সোনই ও অস্মিতা সেনগুপ্ত। শহরবাসীর আশা, পাঁচজনের এই দল এ বারও সোনা ছিনিয়ে আনবে।

বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এরিনা আগেও কেন্দ্রীয় বিদ্যালয়ের বহু টেবিল টেনিস প্রতিযোগিতায় খেতাব জয় করেছে। গত বছর মালিগাঁওতে আয়োজিত জাতীয় স্তরের টেবিল টেনিস প্রতিযোগিতায় এরিনা ও তাঁর সহযোগীরা সোনা জয় করেছিল। ২০১২ সালে পুনেতেও জাতীয় স্তরের প্রতিযোগিতায় তাঁর ঝুলিতে স্বর্ণ পদক এসেছিল। ২০১১-২০১৪ সাল পর্যন্ত সময়ে আঞ্চলিকস্তরের নানা প্রতিযোগিতাতেও এরিনার ঝুলিতে একাধিক পদক এসেছে। এরিনার স্কুলের ক্রীড়া শিক্ষক মুরলীমোহন দে বলেন, “খুব ভাল লাগছে। বরাবর এরিনা ভাল খেলে। স্কুলের সঙ্গেও যেভাবে ও বাইরে অনুশীলন করে, তাতে ওর একাগ্রতা রয়েছে বোঝা যায়।” তিনি বলেন, “আমরা চাই, আবার টেবিল টেনিসে ওর হাত ধরে সোনা আসুক।” যদিও এরিনা মুচকি হেসে বলছিল, “দু’বার সোনা পেয়েছি। তবে এ বার ভদোদরায় সঙ্গে বাবা যাচ্ছেন। তাই সোনা পাওয়ার আশা আরও বেড়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE