গত মরসুমের বদলাটা নিয়েই নিলেন গৌতম গম্ভীর। গতবার মরসুমের শেষের দিকে গম্ভীরকে সরিয়ে ঋষভ পন্থের মতো একজন নবাগতর হাতে তুলে দেওয়া হয়েছিল দিল্লির অধিনায়কত্ব। যা মেনে নিতে পারেননি এই ওপেনার। এই মরসুমে তাই অধিনায়কত্ব দিতে চাইলেও তা নিতে চাননি তিনি। শুক্রবার এই মরসুমের রঞ্জি ট্রফির দল নির্বাচনে বসেছিলেন দিল্লি দলের নির্বাচকরা। সেই তালিকায় ছিলেন অতুল ওয়াসন, বারি গিদওয়ানি ও রবিন সিংহ। গম্ভীর দায়িত্ব নিতে না চাইলে এই মরসুমে দিল্লির দায়িত্ব তুলে দেওয়া হয় ইশান্ত শর্মার উপর।
আরও পড়ুন