Advertisement
২০ এপ্রিল ২০২৪
Sports News

ভল্ট দিতে গিয়ে ফরাসি জিমন্যাস্টের পা ভেঙে দু’টুকরো

রিও অলিম্পিক্সের তৃতীয় দিনেই ফরাসি জিমন্যাস্ট দলে ছন্দপতন। কোয়ালিফাইং রাউন্ড চলাকালীন পায়ের হাড় ভেঙে রবিবার ঘরে ফিরলেন ফরাসি জিমন্যাস্ট সামির আইত সাইদ।

ভেঙে দু’টুকরো সামিরের পা।

ভেঙে দু’টুকরো সামিরের পা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৬ ১৯:৫০
Share: Save:

রিও অলিম্পিক্সের তৃতীয় দিনেই ফরাসি জিমন্যাস্ট দলে ছন্দপতন। কোয়ালিফাইং রাউন্ড চলাকালীন পায়ের হাড় ভেঙে রবিবার ঘরে ফিরলেন ফরাসি জিমন্যাস্ট সামির আইত সাইদ।

স্টেডিয়ামের দর্শকরা তখন সবে তাদের টিমকে তাতাতে শুরু করেছেন। কোয়ালিফাইং রাউন্ডের জন্য অংশগ্রহণকারী মোট বারোটা দলই তখন এরিনায় হাজির। জিমন্যাস্টরাও একে একে নিজেদের ইভেন্টে নামতে শুরু করেছেন। এরই মধ্যে এলেন বছর ছাব্বিশের সামির আইত সাইদ। ফরাসি দলের সোনা জয়ী জিমন্যাস্ট। ২০১৩-তে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে চ্যাম্পিয়নের তকমা পেয়েছিলেন। ফরাসি দলের বড় ভরসা সামিরের জন্য গোটা স্টোডিয়ামই ছন্দোময় হাততালি শুরু করেছে। হালকা হাঁফ ছেড়ে দর্শকদের দিকে হাত নাড়লেন তিনি। এ বার নিজের ভল্টের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে এলেন। দৌ়ড় শুরু করে ভল্টের উপর দু’হাত রেখে সবেগে শূন্যে ছুড়ে দিলেন নিজেকে। হাওয়ায় তিনটে পাক খেয়ে এ বার মাটি ছোঁয়ার পালা। কিন্তু, তখনই একটা মট্‌ করে শব্দ! স্তব্ধ গেল গোটা স্টেডিয়াম। তত ক্ষণে যন্ত্রণায় নিজের বাঁ-পা চেপে ধরে ম্যাটেই শুয়ে পড়েছেন সামির। একটু টলে গিয়ে নিজের বাঁ-পায়ের উপরে বিশ্রী ভাবে ল্যান্ড করেছেন। আর নড়ন-চড়ন নেই। হাটুর নীচ থেকে সম্পূর্ণ উল্টো দিকে বেঁকে গিয়েছে তাঁর বাঁ-পা। যন্ত্রণায় বেঁকে গিয়েছে সামিরের মুখও। ডান হাতে মুখ ঢেকে ম্যাটেই নিশ্চল হয়ে পড়ে রইলেন। মুখ ঢাকা তখন আশপাশে থাকা ফরাসি টিমমেটদেরও। কোনও রকমে সামিরকে ম্যাট থেকে উঠিয়ে বসালেন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টরা। কিছু ক্ষণ পর ব্যান্ডেজ বাঁধা সামিরকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হল স্টেডিয়ামের বাইরে। স্ট্রেচারে বেরিয়ে যেতে যেতেই দর্শকদের দিকে কোনও রকমে হাত নাড়লেন সামির। এ বারের মতো এ ভাবেই শেষ সামিরের অলিম্পিক্স যাত্রা। সেই সঙ্গে ফরাসি দলের পরের রাউন্ডে যাওয়ার আশাও শেষ। সামিরকে ছাড়া এ দিন শেষ স্থানে শেষ করল।

ফরাসি দলের নেতা জানিয়েছেন, সামিরের বাঁ-পায়ের টিবিয়া ও ফিবুলা ভেঙেছে। তাঁর অস্ত্রোপচার করা হবে। তিনি বলেন, “দলের জন্য এটা খুবই খারাপ সময়। সামির এখানে পদক জিততেই এসেছিলেন।” ২০১২-তে লন্ডন অলিম্পিক্সেও সামিরের পা তিন টুকরো হয়ে গিয়েছিল। সে বারও লন্ডন ছেড়ে আসতে হয়েছিল। তবে এত কিছুর পরেও পরের অলিম্পিক্সে ফের ফিরে আসতে চান সামির।

দেখুন সেই ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rio Olympics Samir Ait Said vault
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE