ক্যানসারে আক্রান্ত রিচার্ড হ্যাডলি। কিংবদন্তি ফাস্ট বোলারের অস্ত্রোপচার হয়েছে বুধবার। পরিবারের তরফে অস্ত্রোপচার সফল বলে জানানো হয়েছে। তবে কেমোথেরাপি চলবে তাঁর।
৬৬ বছর বয়সী ভুগছেন পেটের অন্ত্রের ক্যানসারে। রুটিনমাফিক পরীক্ষা করাতে গিয়ে সম্প্রতি তাঁর অন্ত্রে হঠাত্ই টিউমার ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। নিউজিল্যান্ড ক্রিকেট হ্যাডলির স্ত্রী ডায়ানের বিবৃতি প্রকাশ করেছে। তাতে ডায়ানে বলেছেন, “অস্ত্রোপচার খুব ভাল হয়েছে। ও বেশ ভালই আছে অস্ত্রোপচারের পর। সতর্কতা হিসেবে চিকিত্সা চলবে। খুব দ্রুত শুরু হবে কেমোথেরাপি। চলবে কয়েক মাস ধরে। আশা করা হচ্ছে, সেই সময়ের মধ্যে ও পুরো সুস্থ হয়ে উঠবে।”
প্রসঙ্গত, নিউজিল্যান্ড ক্রিকেটারদের মধ্যে মার্টিন ক্রো-ও ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ২০১৬ সালে প্রয়াত হন তিনি।