Advertisement
E-Paper

হঠাত্ ধরা পড়ল ক্যানসার, অস্ত্রোপচার হল হ্যাডলির

আচমকা ধরা পড়ল হ্যাডলির ক্যানসার। অস্ত্রোপচার সফল, দাবি পরিবারের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুন ২০১৮ ১৪:৪৫
রিচার্ড হ্যাডলি

রিচার্ড হ্যাডলি

ক্যানসারে আক্রান্ত রিচার্ড হ্যাডলি। কিংবদন্তি ফাস্ট বোলারের অস্ত্রোপচার হয়েছে বুধবার। পরিবারের তরফে অস্ত্রোপচার সফল বলে জানানো হয়েছে। তবে কেমোথেরাপি চলবে তাঁর।

৬৬ বছর বয়সী ভুগছেন পেটের অন্ত্রের ক্যানসারে। রুটিনমাফিক পরীক্ষা করাতে গিয়ে সম্প্রতি তাঁর অন্ত্রে হঠাত্ই টিউমার ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। নিউজিল্যান্ড ক্রিকেট হ্যাডলির স্ত্রী ডায়ানের বিবৃতি প্রকাশ করেছে। তাতে ডায়ানে বলেছেন, “অস্ত্রোপচার খুব ভাল হয়েছে। ও বেশ ভালই আছে অস্ত্রোপচারের পর। সতর্কতা হিসেবে চিকিত্সা চলবে। খুব দ্রুত শুরু হবে কেমোথেরাপি। চলবে কয়েক মাস ধরে। আশা করা হচ্ছে, সেই সময়ের মধ্যে ও পুরো সুস্থ হয়ে উঠবে।”

প্রসঙ্গত, নিউজিল্যান্ড ক্রিকেটারদের মধ্যে মার্টিন ক্রো-ও ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ২০১৬ সালে প্রয়াত হন তিনি।

আরও পড়ুন: মাথা ঢাকার ফতোয়া, ইরান যাচ্ছেন না ভারতীয় গ্র্যান্ডমাস্টার

ডানহাতি পেসার হ্যাডলি নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন ৮৬ টেস্ট। নিয়েছেন ৪৩১ উইকেট। এক সময় তিনিই ছিলেন টেস্টে বিশ্বের সফলতম বোলার। ১৯৯৪ সালে হ্যাডলিকে টপকে গিয়ে টেস্টের সর্বাধিক উইকেট শিকারী হয়েছিলেন ভারতের কপিল দেব। তবে প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৪০০ উইকেট নেওয়ার কৃতিত্বটা হ্যাডলিরই। ১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে টেস্টে ৩৬ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। টেস্ট দশ উইকেট নিয়েছেন ন’বার। ৫২ রানে ৯ উইকেট তাঁর সেরা বোলিং।

ইয়ান বথাম, ইমরান খান ও কপিলের সঙ্গে আটের দশকে বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে পড়তেন তিনি। টেস্টে দুটো শতরানও রয়েছে। করেছেন তিন হাজারের বেশি রান। সর্বাধিক অপরাজিত ১৫১। ওয়ানডে ক্রিকেটে ১১৫ ম্যাচে ১৫৮ উইকেট নিয়েছেন তিনি। পাঁচ বার নিয়েছেন পাঁচ উইকেট। ২৫ রানে পাঁচ উইকেট তাঁর সেরা বোলিং। ব্যাট হাতে একদিনের ম্যাচে করেছেন ১৭৫১ রান। রয়েছে চারটি অর্ধশতরানও।

New Zealand Cricket Richard Hadlee ChemoTherapy Operation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy