চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের খেলা দেখে অনেকেই বিস্মিত। একটা দলের এগারো জন ফুটবলার টানা নব্বই মিনিট সব ম্যাচে কী করে একই গতিতে খেলছে? সর্বক্ষণ বিপক্ষের ফুটবলারদের তাড়া করছে থোমাস মুলার, স্যাজ ন্যাব্রি-রা। আক্রমণের সময় পুরো দল যেমন উঠে আসছে, তেমনই নীচে নেমে যাচ্ছে রক্ষণ সামলাতে। চোখ ধাঁধানো এই ফুটবলের রহস্য কী?
বায়ার্নের এই ফুটবলের নেপথ্যে রয়েছে দীর্ঘ দিনের পরিশ্রম ও সাধনা। টাটা ফুটবল অ্যাকাডেমিতে থাকার সময় আমরা প্রত্যেক বছর জার্মানিতে যেতাম ট্রেনিং করতে। ফলে খুব কাছ থেকে দেখেছি বায়ার্ন-সহ জার্মানির অন্যান্য দলগুলির অনুশীলন পদ্ধতি। প্রেসিং ফুটবলই হচ্ছে ওদের প্রধান অস্ত্র। সেই ঘরানা থেকে ওরা কখনও বেরিয়ে আসেনি।
১৯৯২ সালে প্রথমবার জার্মানি গিয়েছিলাম। পি কে বন্দ্যোপাধ্যায়, রঞ্জন চৌধুরী ছাড়াও জার্মানির এক জন কোচ আমাদের অনুশীলন করাতেন। তিনিই শিখিয়েছিলেন প্রেসিং ফুটবল কী ভাবে খেলতে হয়। বিপক্ষের দলের কেউ বল ধরার আগেই সকলে মিলে শিকারির মতো ঝাঁপিয়ে পড়ে তা ছিনিয়ে নেওয়াই হল ওদের মন্ত্র। অর্থাৎ, সারাক্ষণ প্রতিপক্ষের উপরে চাপ সৃষ্টি করে যাওয়া। বায়ার্নও সেই ছকেই খেলছে। পার্থক্য একটাই— নব্বইয়ের দশকে ম্যাচের দুই অর্ধেই প্রথম পনেরো মিনিট প্রেসিং ফুটবল খেলত বায়ার্ন। এখন পুরো ম্যাচটাই খেলছে ওই ছকে। এর অন্যতম কারণ অবিশ্বাস্য ফিটনেস।