বান্ধবী নাতাশাও একই ছবি পোস্ট করে লেখেন, ‘‘আমাদের জীবনে নতুন সদস্য আসতে চলেছে। আপনারা আশীর্বাদ করুন।’’ হার্দিক এই ছবি পোস্ট করতেই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে একের পর এক। ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী লেখেন, ‘‘খুব ভাল খবর। অভিনন্দন তোমাদের।’’ কায়রন পোলার্ডের মন্তব্য, ‘‘নতুন জীবন শুভ হোক।’’ হার্দিক ইনস্টাগ্রামে আরও একটি ছবি পোস্ট করেন এ দিন। যেখানে দেখা যায় মালা পরে বসে আছে দম্পতি। অনেকেই সেই ছবি দেখে মনে করছেন, লকডাউনের মাঝেই হয়তো বিয়েটা সেরে ফেলেছেন ভারতীয় অলরাউন্ডার। যদিও হার্দিক তা নিয়ে এখনও কিছু বলেননি।