বাবা হলেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। সদ্যোজাত পুত্র ও স্ত্রী নাতাসা স্টানকোভিচ সুস্থই আছেন বলে জানিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ছেলের হাতে হাত রেখে একটি ছবি পোস্ট করেন পাণ্ড্য। আর সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। লোকেশ রাহুল, ক্রিস লিন, সানিয় মির্জা-সহ আরও অনেকে অভিনন্দন জানান পাণ্ড্য ও নাতাসাকে।
নতুন বছরের সূচনায় পাণ্ড্য সবাইকে আবাক করে দিয়ে নাতাসার সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানিয়েছিলেন। তা নিয়ে আলোড়ন হয় ভারতীয় ক্রিকেটে। মে মাসে পাণ্ড্য জানিয়েছিলেন, নাতাসা সন্তানসম্ভবা। ঘরোয়া রীতিনীতি মেনে বিয়েও সেরে ফেলেছিলেন দু’জনে।
আরও পড়ুন: কেরিয়ারের খোঁজে সার্বিয়া থেকে বলিউড, ইনি হার্দিক পাণ্ড্যর স্ত্রী
পাণ্ড্য অবশ্য চিরকালই চর্চায় থেকেছেন। একটি টক শোয়ে তাঁর সাক্ষাৎকার নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। তার জের কাটিয়ে উঠতে না উঠতেই চোট পেয়ে দল থেকে ছিটকে যান। এখনও সে ভাবে মাঠে ফিরতে পারেননি তিনি। সদ্যোজাত সন্তান হার্দিকের ক্রিকেট জীবনে আলো ছড়াবে, এমনটাই মনে করছেন ক্রিকেটভক্তরা।