Advertisement
E-Paper

হার্দিকের সঙ্গে তুলনা চান না কপিল

ভারতীয় ক্রিকেটারদের প্রস্তুতি এবং মানসিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন ভারতের প্রাক্তন অধিনায়কেরা। যে তালিকায় আছেন কপিল দেব নিখাঞ্জ থেকে বিষাণ সিংহ বেদী।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮ ০৪:১১

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পরে ভারতীয় ক্রিকেটারদের প্রস্তুতি এবং মানসিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন ভারতের প্রাক্তন অধিনায়কেরা। যে তালিকায় আছেন কপিল দেব নিখাঞ্জ থেকে বিষাণ সিংহ বেদী।

কপিল দেব ক্ষুব্ধ ভারতীয় দলের উঠতি অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর কাণ্ড-কারখানায়। সেঞ্চুরিয়নে দুই ইনিংসেই হার্দিকের দায়িত্বজ্ঞানহীন আউট হওয়া দেখে কপিল বলে দিলেন, ‘‘হার্দিক যদি এমন ভুল করতেই থাকে, তা হলে আর দয়া করে ওর সঙ্গে আমার তুলনা করবেন না।’’ প্রথম ইনিংসে আনমনা হয়ে রান আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও একেবারেই অপ্রয়োজনীয় শট মারতে গিয়ে কট বিহাইন্ড হন হার্দিক। ১৯৮৬-তে ইংল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজ জিতে আসা ভারত অধিনায়ক কপিল ‘এবিপি নিউজ’-এর এক অনুষ্ঠানে হার্দিক সম্পর্কে এই মন্তব্য করেন।

এ ছাড়াও কপিল বলেন, ‘‘হার্দিকের প্রতিভা থাকতে পারে। কিন্তু ওকে মানসিক দিকটা এখনও অনেক রপ্ত করতে হবে।’’ কপিলের এই মন্তব্যকে সমর্থন করেন সন্দীপ পাটিলও। বলেন, ‘‘কপিলের সঙ্গে খেলেছি বলেই জানি, ওর সঙ্গে কারও তুলনা হয় না। ১৫ বছর ভারতের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। হার্দিক তো সবে ওর পাঁচ নম্বর টেস্ট খেলছে।’’

স্পষ্টবাদী বিষাণ সিংহ বেদী ভারতের হারের পরে মুখ খোলেন বেশ আক্রমণাত্মক ভাবেই। বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে বিরাটরা শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলে শুধু শুধু সময় নষ্ট করেছে। ওরা কার্যত কোনও প্রস্তুতিই নেয়নি।’’ বেদীর নেতৃত্বে ১৯৭৬-এ পোর্ট অব স্পেনে স্মরণীয় টেস্ট জয় পেয়েছিল ভারত। সেই টেস্টে চতুর্থ ইনিংসে ৪০৪-৪ তুলে টেস্ট জেতে বেদীর দল।

সেই বেদী বুধবার সংবাদসংস্থাকে বলেন, ‘‘ভারতকে একেবারে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে এই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং এটা চিন্তার বিষয়। ফিল্ডিং আর ব্যাটিং আরও ভাল হওয়া উচিত ছিল। ভারতীয় দলের অগ্নিপরীক্ষা
ছিল এটা।’’

দক্ষিণ আফ্রিকায় এই বেহাল দশার পরে এই প্রাক্তন বাঁ-হাতি স্পিনারের অভিযোগ, টেস্টের একাদশ বাছাইয়ের সময় ওয়ান ডে-র পারফরম্যান্সকে গুরুত্ব দিলে এমনই হওয়ার কথা। অজিঙ্ক রাহানের জায়গায় রোহিত শর্মাকে প্রথম এগারোয় রাখার প্রসঙ্গ তুলে বেদী বলেন, ‘‘দল বাছাই তো আর আমার কাজ নয়। আমি শুধু এটুকু বলতে পারি, দলে যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, সেই ভাইস ক্যাপ্টেন খেলতে পারছে না, এটা মেনে নেওয়া যাচ্ছে না। রাহানেকে যদি নাই খেলানোই হবে, তা হলে ওকে সহ-অধিনায়ক করা হল কেন? ওয়ান ডে-র ফর্ম দেখে তো টেস্ট দল তৈরি করা যায় না। টেস্ট ম্যাচ যে অন্য খেলা, তা তো এই সিরিজেই ফের প্রমাণিত হল।’’

১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডে গিয়ে সিরিজ জিতে আসা ভারতীয় অধিনায়ক অজিত ওয়াড়েকর বলেন, ‘‘আমাদের ছেলেরা ওদের দেশে গিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় পায়নি। এতেই হয়তো গণ্ডগোলটা হয়েছে।’’ দক্ষিণ আফ্রিকায় সিরিজ শুরুর আগে ভারত কোনও প্রস্তুতি ম্যাচ খেলতে চায়নি। এই ভুল থেকে ভবিষ্যতে শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন ওয়াড়েকর। বলেন, ‘‘শিক্ষা তো নেওয়া উচিতই। কিন্তু আমাদের দেশের ক্রিকেট বোর্ডে কেউ ভুল থেকে শিখতেই জানে না।’’

Hardik Pandya Kapil Dev mental aspects Maturity Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy