Advertisement
০২ মে ২০২৪
Michael Swamy

রেস্তোরাঁ খুললেন বিরাট কোহালি, ঢুঁ মেরে আসবেন নাকি!

ক্রিকেটের পাশাপাশি খাদ্যরসিক হিসেবেও টিমমেটদের মধ্যে বেশ জনপ্রিয় কোহালি। সচিন-সৌরভদের দেখানো পথে বর্তমান ভারত অধিনায়কও খুলেছেন নিজের রেঁস্তোরা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৭ ১৫:১২
Share: Save:
০১ ০৬
ভারতের সেরা শেফদের মধ্যে অন্যতম মিচেল স্বামী। ভারতের সেরা ৫০ জন শেফের মধ্যে রয়েছেন এই শেফ। বিরাটের রেঁস্তোরার সেরা আকর্ষণ নিঃসন্দেহে মিচেল স্বামীর বিভিন্ন রান্না।

ভারতের সেরা শেফদের মধ্যে অন্যতম মিচেল স্বামী। ভারতের সেরা ৫০ জন শেফের মধ্যে রয়েছেন এই শেফ। বিরাটের রেঁস্তোরার সেরা আকর্ষণ নিঃসন্দেহে মিচেল স্বামীর বিভিন্ন রান্না।

০২ ০৬
রেঁস্তোরাটি দু’টি সেক্টরে ভাগ করা হয়েছে। বার থেকে ডাইন ইন প্লেস, প্রতিটি বিভাগেই নতুনত্বের ছোঁয়া রেখেছেন বিরাট।

রেঁস্তোরাটি দু’টি সেক্টরে ভাগ করা হয়েছে। বার থেকে ডাইন ইন প্লেস, প্রতিটি বিভাগেই নতুনত্বের ছোঁয়া রেখেছেন বিরাট।

০৩ ০৬
এখনও অ্যালকহল পরিবেশনের লাইসেন্স পায়নি বিরাটের নুয়েভা। কিন্তু অ্যালকোহল পরিবেশন না করলেও বিভিন্ন ধরনের দুর্দান্ত মকটেল পাওয়া যায় এই রেঁস্তোরায়। পানীয় নিঃসন্দেহে এই রেঁস্তোরার বড় আকর্ষণ।

এখনও অ্যালকহল পরিবেশনের লাইসেন্স পায়নি বিরাটের নুয়েভা। কিন্তু অ্যালকোহল পরিবেশন না করলেও বিভিন্ন ধরনের দুর্দান্ত মকটেল পাওয়া যায় এই রেঁস্তোরায়। পানীয় নিঃসন্দেহে এই রেঁস্তোরার বড় আকর্ষণ।

০৪ ০৬
প্রধানত লাতিন আমেরিকার খাবারের জন্যই বিখ্যাত বিরাটের এই রেঁস্তোরা। এর পাশাপাশি স্প্যানিশ, ইতালিয়ান, পর্তুগিজ, জাপানি এবং ফরাসি খানাও পরিবেশন করে নুয়েভা।

প্রধানত লাতিন আমেরিকার খাবারের জন্যই বিখ্যাত বিরাটের এই রেঁস্তোরা। এর পাশাপাশি স্প্যানিশ, ইতালিয়ান, পর্তুগিজ, জাপানি এবং ফরাসি খানাও পরিবেশন করে নুয়েভা।

০৫ ০৬
নুয়েভার প্রধান আকর্ষণ বিরাট কোহালি স্বয়ং। মাঝে মধ্যেই নিজের রেঁস্তোরায় ঘুরতে আসেন বিরাট। আপনার সৌভাগ্য থাকলে মুখোমুখি হয়ে যেতেই পারেন ভারত অধিনায়কের।

নুয়েভার প্রধান আকর্ষণ বিরাট কোহালি স্বয়ং। মাঝে মধ্যেই নিজের রেঁস্তোরায় ঘুরতে আসেন বিরাট। আপনার সৌভাগ্য থাকলে মুখোমুখি হয়ে যেতেই পারেন ভারত অধিনায়কের।

০৬ ০৬
যদি এই রেঁস্তোরার খাবারের স্বাদ চেখে দেখতে চান, তা হলে আপনাকে চলে আসতে হবে আর কে পুরম, নয়াদিল্লি-তে।

যদি এই রেঁস্তোরার খাবারের স্বাদ চেখে দেখতে চান, তা হলে আপনাকে চলে আসতে হবে আর কে পুরম, নয়াদিল্লি-তে।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE